আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতিতে ধর্মের নামে সন্ত্রাস বৃদ্ধি পেয়েছে, তার কারণ হিসেবে উঠে এসেছে উগ্রপন্থী ধর্মভিত্তিক ইসলামী দলগুলোর বাড়াবাড়ী।

আমি একজন ছাএ রাজনীতিতে ধর্মের ব্যবহার ও ধর্মের নামে সন্ত্রাস অতীতের যে কোন সময়ের চেয়ে বৃদ্ধি পেয়েছে। জামায়াত-শিবির হরতালের নামে যেভাবে সহিংসতা ঘটাচ্ছে তা এর আগে দেখা যায়নি। আমাদের রাজনৈতিক সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে দুর্বৃত্তায়নের সংস্কৃতি। নারীর সার্বিক বিকাশের লক্ষ্যে গণতন্ত্রের সুষ্ঠু বিকাশ অপরিহার্য। সাম্প্রদায়িকতা বন্ধ, নারীর ক্ষমতায়ন ও গণতন্ত্রের বিকাশে গণমাধ্যমই সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

সম্প্রতি ধর্মের নামে সন্ত্রাস বা সাম্প্রদায়িকতার রাজনীতি ও ধর্মভিত্তিক রাজনীতি প্রসঙ্গে গণমাধ্যমে যা প্রকাশ হচ্ছে তা দেশের সাধারণ মানুষের চিন্তার প্রতিফলন। সাধারণ মানুষ সাম্প্রদায়িকতা পছন্দ করে না। সম্প্রতি হেফাজতের সমাবেশে নারী সাংবাদিকদের যেভাবে অপমান কটুক্তি করা হয়েছে, তাতে নারী সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতেও ভয় পেয়েছে। জনাব আল্লামা শফীর বক্তব্যের পর নারীরা লাঞ্ছিত হচ্ছে। বর্তমান বাংলাদেশে অসংখ্য নারী আছেন যারা মালালার মতো নিজেদের জোরালো বক্তব্য সামনে আনতে পারে, প্রতিবাদ করতে পারে।

গণমাধ্যমে এই খবরগুলো বেশি গুরুত্ব দিয়ে প্রকাশ করা উচিত। নারীর এইসব সাকসেস স্টোরিকে সামনে ব্যাপকমাত্রায় আনা হলে এইসব প্রতিবন্ধকতা এড়ানো সম্ভব। ৬০-এর দশকে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সংগ্রাম ক্রমেই ঘনীভূত হচ্ছিল, তখন যে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল বর্তমানে স্বাধীন বাংলাদেশে সেই সম্প্রীতি নেই। বরং বর্তমান রাজনৈতিক দলগুলো ধর্মকে সাম্প্রদায়িক দৃষ্টিতে ব্যবহার করছে। তাদের বক্তব্য, পোস্টার, স্লোগান কোন কিছুতেই সব ধর্মের, সব বর্ণের মানুষের সম্প্রীতির কথা নেই।

তাছাড়া রাজনৈতিক নেত্রীবৃন্দ যেভাবে ইসলাম ধর্মকে ব্যবহার করছেন সেই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে না পারলে আমরা অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করতে পারব না। এক্ষেত্রে জনমত গঠন বা জনগণের সামাজিক সংস্কৃতি গঠনে গণমাধ্যমের একটি বড় ভূমিকা রয়েছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.