ফোঁটায় ফোঁটায় ঝরছি শুধু, সবগুলো কালোকে পাশ কাটিয়ে সাদা থাকাটা বুঝি আর হয়ে উঠলো না আমার । কোন এক শ্রাবণের সাথে একসাথে পথ চলা শুরু করেছিলাম । এর মাঝে কত যে শ্রাবণ , কত যে বসন্ত এসে গেলো , আমি রয়ে গেলাম অধরা, অস্পৃশ্য , অর্বাচীন আর কতকটা অপাংক্তেয় । এখন আমি কঠিন কে ভালবাসতে পারি আরও সহজে। এই গোটা কয়েক লাইন থেকে আমি এখন অনেক দূরে। এখন আমি...? এখন আমি স্বপ্ন দেখতে পারি , এমনকি স্বপ্নকেও শিখিয়েছি কারো চোখে কি করে রঙ ছড়াতে হয়। ''আমার তুমি'' কে আগলে রেখে স্পর্শ করতে চাই বাকি জীবন এর প্রতিটা সুখ। ভাগাভাগি করতে চাই সবটুকু অনুভুতি। ভালবাসতে চাই আমার মত করে। 'আমার তুমি'টাকে সাঁতার শিখাতে হবে, নাহলে ও কি করে সাঁতার কাতবে আমার ভালবাসার নীল নির্জনে , কি করে আসবে আমার তটে ঢেউ গুলোকে ফাকি দিয়ে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।