আমি ব্লগ লেখার চাইতে ব্লগ পড়তে ভাল বাসি। লোক টি ছিল খুবই সহজ সরল। গ্রামের বাড়ি বাড়ি গিয়ে গান করত আর এর মাধ্যমে যে টাকা পেত তাই দিয়ে সংসার চালাত। সে নাকি মুখে মুখে গান বানাতে পারত আর বিভিন্ন পাখির কন্ঠ নকল করতে পারত। এধরনের মানুষ সহজ সরল না হয়ে পারেনা।
হুমায়ুন আহমেদের কোন এক গল্পের নায়কের কথা মনে করিয়ে দেয়। সেই লোকটিকে মিথ্যে আজুহাতে হাজার হাজার লোকের সামনে পিটিয়ে হত্যা করেছে ।
পুলিশের সাবেক সদস্য মো. রুহুল আমিন গাজীর বাসায় গত সোমবার গান শুনাতে যান এই যুবক কবির গাজী। ঐ দিন দুপুরে রুহুল আমিন তার মোবাইল না পেয়ে শুধু সন্দেহের কারনে কবির গাজীকে বট গাছের সাথে বেধে মারতে মারতে শেষে মেরেই ফেলে। অথচ পরে রুহুল আমিন তার নিজের বাসায় মোবাইল বন্ধ অবস্থায় খুজে পায়।
আকারনে প্রান হারালো এই সহজ সরল মানুষটি।
সমাজে একটি দুটি পশু থাকতে পারে তাই বলে সবাই!!!!। তা নাহলে শুধু একটি মোবাইল এর জন্য একজন মানুষকে খুন করা হল আর হাজার হাজার মানুষ বসে বসে মজা দেখল!!!! হায়রে আমার সৃষ্টির সেরা জীব।
(কপি পেষ্ট পোষ্ট লাইক করিনা দেখে নিজের মত করে লিখলাম, আর সাত সকালে যাদের মন খারাপ করে দিলাম তার জন্য দুঃক্ষিত। )
সুত্রঃ View this link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।