আমাদের কথা খুঁজে নিন

   

মিকি মাউসের মুখে দাড়ি, নেকাব মিশরে সমালোচনার ঝড়

মিকি মাউসের একটি ব্যঙ্গচিত্র নিয়ে মিশরে উত্তেজনা দেখা দিয়েছে। সে দেশের টেলিকম মুঘল বলে পরিচিত নাগিব সাওয়িরিস সামাজিক ওয়েবসাইট টুইটারে ওই ব্যঙ্গচিত্রটি ছেড়ে দিয়েছেন। এতে দেখানো হয়েছে, মিকি মাউসের মুখভর্তি দাড়ি এবং অন্যটি নেকাব পরিহিত। এ ব্যঙ্গচিত্র প্রকাশের সঙ্গে সঙ্গে টুইটারে ব্যাপক সমালোচনা ওঠে। এ ঘটনার পর মিশরের রক্ষণশীল মুসলিম গোষ্ঠী সালাফিরা (ইসলামের ভীষণ রক্ষণশীলদের সালাফি বলা হয়) তীব্র সমালোচনা করেছেন।

তারা বলেছেন, মিডিয়া মুঘল ও রাজনীতিবিদ সাওয়িরিস এ ব্যঙ্গচিত্রের মাধ্যমে ইসলাম নিয়ে মস্করা করেছেন। তবে সমালোচনা ও প্রতিবাদ যখন জোরালো আকার ধারণ করে, তখন সাওয়িরিস তাদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, এর মাধ্যমে কেউ মনে কষ্ট পেয়ে থাকলে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। তিনি বলেন, আমি কৌতুক হিসেবে এ কাজ করেছিলাম। আমি এটাকে মজার একটি কার্টুন হিসেবে দেখেছি।

কাউকে আঘাত করার মানসে আমি এমনটি করিনি। গতকাল বিভিন্ন মিডিয়ায় এ খবর গুরুত্ব দিয়ে ছাপা হয়। লন্ডনের অনলাইন মেইল জানায়, সাওয়িরিস-এর রয়েছে মিশরে মোবাইল ফোন কোম্পানি মোবিনিল। তিনি ক্ষমা চাওয়া সত্ত্বেও সে দেশের সালাফি মতাবলম্বীরা ফেসবুক ও টুইটারে তার মোবাইল ফোনকে বর্জন করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। ফেসবুকে তারা গ্রুপে গ্রুপে ভাগ হয়ে লিখতে থাকেন- আমরা সাওয়িরিসকে নিয়ে মজা করছি।

আপনারা যদি মুসলিম হন, যদি আপনি ধর্ম ভালবাসেন- তাহলে তার কোম্পানিকে বর্জন করুন। যারা আমাদের ধর্মকে আক্রমণ করে আমরা তাদের কণ্ঠকে স্তব্ধ করে দিই। আরেক গ্রুপ লিখেছে- ইসলাম নিয়ে কোন মস্করা করবেন না। মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারককে ঘিরে যে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয় তা তার পদত্যাগের মধ্য দিয়ে কিছুটা স্তিমিত হলেও পুরোপুরি নেভেনি। এখনও রাজনৈতিক উত্তেজনা সেখানে বিদ্যমান।

এমন এক সময়ে এমন একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করায় মিশর আরও রাজনৈতিক সঙ্কটের মুখে পড়বে বলে অভিজ্ঞরা মনে করেন। সাওয়িরিস শুধু মোবিনিলের মালিক নন, একই সঙ্গে তিনি ওরাসকম টেলিকমেরও মালিক। ওই ঘটনার পর এ দু’টি কোম্পানিরও শেয়ার মিশরের স্টক এক্সচেঞ্জে পড়ে গেছে। সাওয়িরিস প্রতিষ্ঠা করেছেন উদারপন্থি ফ্রি ইজিপশিয়ানস পার্টি। তারা বিশ্বাস করেন ধর্মনিরপেক্ষ মিশর।

ওদিকে সালাফিদের কমপক্ষে ১৫ আইনজীবী সাওয়িরিস-এর বিরুদ্ধে ধর্মীয় অবজ্ঞার অভিযোগে মামলা করেছেন। সালাফি মতাবলম্বী এক ধর্মীয় নেতা মাজেন আল সারসাবি টেলিভিশনে হাজির হয়ে সমালোচনা করেছেন সাওয়িরিস-এর। এবারই প্রথম সাওয়িরিস ইসলাম নিয়ে সমালোচনাকে উস্কে দিলেন না, এর আগে ২০০৭ সালে তিনি নেকাব পরার বিরুদ্ধে কথা বলেছিলেন। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।