আমাদের কথা খুঁজে নিন

   

আদালতের বাইরে ‘সমঝোতা’য় মিকি আর্থার

অস্ট্রেলিয়া দলের ক্রমাগত ব্যর্থতা এবং দলের মধ্যে একের পর এক শৃঙ্খলাভঙ্গের ঘটনার জের ধরে অ্যাশেজ শুরু হওয়ার মাত্র ১৬ দিন আগে আর্থারকে বরখাস্ত করে সিএ। যদিও তার চুক্তির মেয়াদ ছিল ২০১৫ সাল পর্যন্ত। নির্দিষ্ট সময়ের আগে চুক্তি ভঙ্গ করে বিদায় করে দেয়ায় সিএ’র কাছে ৩৬ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেন আর্থার। প্রয়োজনে মামলা করারও হুমকি দেন। তবে এখন মামলা না করে আদালতের বাইরে আলোচনার মাধ্যমে সমাধান চান এই দক্ষিণ আফ্রিকান। বুধবার সিডনিতে ‘ফেয়ার ওয়ার্ক কমিশন’ নামে একটি আইনি সংস্থার সঙ্গে পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে আলোচনার পর আর্থার বলেন, “আজ আমরা কোনো সমঝোতায় পৌঁছাতে পারিনি। তবে আমি দারুণ আত্মবিশ্বাসী, আগামী সপ্তাহ পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট উপাদান আজ ছিল।” “আমরা সবাই চাই একটা সফল ও যৌক্তিক সমঝোতা। এবং আমি সুনিশ্চিত, আগামী সপ্তাহেই আমরা সমঝোতায় পৌঁছাতে পারবো।”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.