আমাদের কথা খুঁজে নিন

   

দেখুন ৫টি অন্যরকম ক্রিয়েটিভ ওয়েব সাইটে ডিজাইন, সাথে আর ৫টির লিংক

ধুর নিজের ওয়েব সাইট একটু ভিন্ন হোক কে না চায়? তাই ভিন্ন কিছু ওয়েব সাইটের বর্ণনা, স্ক্রীণশট এবং লিংক নিয়ে হাজির হলাম। এখানে ৫টি ক্রিয়েটিভ ওয়েব সাইটের স্ক্রীণশট সহ লিংক দিলাম। প্রতিটি ছবির উপরে ক্লিক করলেই ওয়েব সাইটি খুলবে। আর বাকি ৫টি ওয়েব সাইটের লিংক এবং বিস্তারিত জানতে এখানে ভিজিট করুন। এলেক্স বুগার লিভিংরুম: শুধু ঢুকে দেখেন।

একটা মানুষের লিভিং রুমকে কি ভাবে ওয়েব সাইটে বসান যায় তার অনন্য একটি উদাহরণ। কেইস স্ট্যাডি এই ওয়েব সাইটে রাখা আছে বিভিন্ন বিষয়ের উপরে কেইস স্ট্যাডি। সাধারণত এই ধরণের ওয়েব সাইটের ডিজাইন হয় প্রায় একই রকম। কিন্তু এই সাইটটি সম্পূর্ণ ভিন্ন। প্রথমে একটি চিকন বার পাবেন, যেটায় ক্লিক করলে ছোট ছোট আইকন পাবেন যেখান থেকে বিভিন্ন কেইস স্ট্যাডি বের করতে পারবেন।

Gleis3 এটি একটি পোর্টফোলিও ওয়েব সাইট। প্রথমে মনে হতে পারে যে কই আইলাম, কিন্তু শুধু একটা ওয়েব লিংকে ক্লিক করে দেখেন। এমন স্টাইল আগে দেখি নাই। Kutztown University | Communication Design Department এই ওয়েব সাইটটি দেখলে প্রথমেই মনে হবে যে আপনি কোন একজন শিল্পীর আকাঁ ছবি দেখছেন। একটু লক্ষ্য করলেই দেখবেন যে ছবির উপরে লিংক দেওয়া আছে ছবির কন্টেন্ট দেখার জন্য।

যদিও ভিতরের অবস্থা ততটা ভাল লাগে নি, কিন্তু ফ্রন্টপেইজের জন্য ওয়েব সাইটটা ভাল লেগেছে। স্যামসং মোবাইল স্যামসং মোবাইলের ওয়েব সাইটটি হচ্ছে আর এক দুনিয়া। এর সব কিছুই আমার ভাল লেগেছে। এ রকম আরও ৫টি ওয়েব সাইট দেখতে এখানে ক্লিক করুন।

  বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...   [বিজ্ঞাপন] এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান    বন্ধ করুন এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান    বন্ধ করুন আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন আপনার নাম : আপনার ই-মেইল আপনার বন্ধুদের ইমেইল মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন hi, i have been reading a wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net//blog/shafiulalamchowdhuryblog/29796714 , please visit the link and rate it if you like. :-) নিজেকেও একটি কপি পাঠান ৪টি মন্তব্য ১-৪ ১. ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৯ রমনা টেক বলেছেন: অসাধারণ ডিজাইন।

ডিজাইনগুলি কি ভাইয়ের করা? ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৮ লেখক বলেছেন: আরে না রে ভাই, এইগুলা আমার করা না। এইগুলি বাইরের বিভিন্ন দেশের ওয়েব সাইট। ২. ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৮ নক্ষত্রহৃদয় বলেছেন: নিত্যদিন ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৯ লেখক বলেছেন: স্প‌্যামিং করার জন্য অনেক ধন্যবাদ।   আপনার মন্তব্য লিখতে লগইন করুন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.