পৃথিবী কমলা লেবুর মতন গোল এই ধারণাকে বদলে দিতে পারে এমন একটি মানচিত্র সম্প্রতি যোগ হয়েছে ওয়াশিংটন ডিসির লাইব্রেরি অফ কংগ্রেস-এ। প্রচলিত মানচিত্রের চেয়ে সম্পূর্ণই আলাদা এই মানচিত্রটি লাইব্রেরি অফ কংগ্রেসকে উপহার দিয়েছেন এক ভদ্রলোক। এ মানচিত্র অনুসারে পৃথিবী পুরোটাই সমতল। খবর ডেইলি মেইল-এর। জানা গেছে, এই অমূল্য মানচিত্রটি ১২০ বছর পুরণো।সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ডন হোমাথ নামে এক ব্যক্তি মানচিত্রটি লাইব্রেরি অফ কংগ্রেসকে উপহার দিয়েছেন। তার মতে, এই লাইব্রেরির পাচ লাখ মানচিত্রের মধ্যে এটি একেবারে আলাদা ধরনের।উল্লেখ্য ক্লাস এইটে পড়ার সময় ডন হোমাথ-এর হাতে মানচিত্রটি তুলে দেন সে সময়ে তার শিক্ষক জন হিল্ড্রেথ।সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, মানচিত্রটি ওরলান্ডো ফারগুসান এর আঁকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।