পলক ফেলতে ফেলতে ই কিছু ঘটে গেলো, হারালেম' পেলাম না কিছু! যত দুখের গ্লানি! তোমার তো অঢেল সুখ, সেখান থেকে কিছু দেবে! আমার বিষম দরকার' হাসছো যে? হেয়ালী করছি না! তথাকথিত ঘোষিত পরোয়ানা বের করেছিলে, ধরা দিয়েছিলেম আপোষে! খুব বেশ স্বপ্নে আচ্ছন্ন ছিলেম! এখন শুধু শূন্যতা শেষে! তোমার পোষা যেমন- ছাপোষা জীবনে মানিয়ে নেয়' আমি না হ্য় তেমন মেপে চলতেম! ও কি ক্ষুধা! কিছুই নেই' কোথায় খুজি? হারানো পলকের মত' হারিয়ে ফেল্লেম' তোমার..! আমার সুদিন গুলো ফিকে হয়ে আসছে! এমন সময় তুমি এলে সঙ্গোপনে, কিন্তু অভিসার চলছে আপন গতিতে! এবার এলো আরো চরম মুহূর্ত গুলো! আমরা কিন্তু সর্বশেষ এত কাছাকাছি ছিলাম' যেখান থেকে পরস্পর একে অন্যের শ্বাস বুঝতে পারি! তোমার ভাবনার পালে কি বসন্ত ছুতে পারে নি? নাকি জাগোতিক মোহে আর সবার মতো উচ্চবিলসি চাহনি? উড়ো চিঠিতে কি সব লিখে যাচ্ছি? আসলেই খুব ভালবেসে ফেলেছি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।