জীবনে কোনও আফসোস নাই :) ঘটনাটা আমার ফুফার কাছ থেকে শোনা । ১৯৭৮ সাল , বাংলা ছবির স্বণযুগ,অনেকেই তখন হলে গিয়ে বাংলা ছবি দেখে । আমার ফুফার একজন বন্ধু ছিল যে কিনা নেশা করে ছবি দেখত । একদিন ওই বন্ধুর দাদা বললেন , " কি মজা পাস এত ছবি দেইখ্যা , আমারে একদিন দেহাইতে নিস তো , দেখমু কি জিনিস দেহস তোরা ?"(দাদা তার জীবনে হলে গিয়ে কখন ছবি দেখেনি)। তো বেশ ঘটা করেই ফুফার বন্ধু আরও কয়েকজন বন্ধুসহ দাদাকে নিয়ে রাজ্জাক এর একটা ছবি দেখতে গেল আলমাস হলে(চট্টগ্রাম) , আর দাদাও বেশ ভাব নিয়ে গেলেন নতুন লুঙ্গি পাঞ্জাবি পড়ে । ছবি শুরু হওয়ার কিছুক্ষণ পর হতেই উনি উশখুশ করতে লাগলেন ও এক পযায়ে উঠে বাইরে চলে গেলেন। বাকিরা ভাবল যে হয়ত উনি বাথরুমে গেছেন । কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও উনি না ফেরায় বন্ধুরা সিট ছেড়ে উনাকে খুজতে বের হল।গেটের কাছে আসতেই দেখা গেল দাদা গেট কীপার এর সাথে বসে গল্প করছে । ফুফার বন্ধুঃ " আপনি এইখানে কী করেন , ছবি দেখবেন না ? " দাদাঃ " কী ছাতা দেহস তরা ! ছবিতে মানুষগুলান দেহি খালি আয় আর যায় , দুই দন্ড বয়ও না , আমার লগে কতাও কয় না , কী দেহুম !!!"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।