চুপটি করে বসো আমার পাশে, ওই দেখো নীল পরীরা মেঘের কোলে ভাসে, তারা গুলো ছড়ায় রাতে আলো, আঁধারটাকে আলো করে বাসছে অনেক ভালো, চুপটি করে বসো আমার পাশে, চাঁদটা দেখো উঁকি দিয়ে হাসে, হাঁটছি যেন শিশির ভেজা ঘাসে, ছায়াটা যে সঙ্গী হয়ে পাশে, চুপটি করে বসো আমার পাশে, নদী পাড়ে নীল পদ্ম ভাসে, মাছরাঙ্গা দেয় গভীর জলে ডুব, তাই দেখে আজ লাজুক তুমি খুব, লাজুক গালে লাল আভা ভাসে, সপ্ন ভেঙ্গে খুঁজি তোমায় পাশে..., চুপটি করে নেই যে তুমি পাশে...।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।