বিশ্বের অন্যতম ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং বাংলাদেশ এক্সপোর্ট প্রোসেসিং জোন(বিইপিজেট) এর কাছে ৫০০ শিল্প প্লট ইজারা চেয়েছে।তারা এদেশে ইলেকট্রনিক্স খাতে মোট ১.২৫ বিলিওন ইউএস ডলারের একটি বিনিয়োগ প্রস্তাব দেয়।দক্ষিণ কোরিয়ান স্যামসাং এর ব্যবস্থাপনা পরিচালক গত মাসে ঢাকা সফর করেন এবং বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষের কাছে এ প্রস্তাব করেন।এটা এদেশে কোনো ইলেক্ট্রনিক্স কোম্পানীর করা সবচেয়ে বড় বিনিয়োগ প্রস্তাব।বর্তমানে দেশের ৮টি ইপিজেটে মাত্র ১৫টি ইলেক্ট্রনিক্স শিল্প প্লট আছে যার অধিকাংশই ছোট ও নাম না জানা কোম্পানীর। স্যামসাং এর এই প্রস্তাব বাস্তবায়ন হলে ভবিষ্যতে বাংলাদেশ যে বিশ্বে নতুন মোবাইল,উচ্চ বৈদ্যুতিক যন্ত্র ও ইলেক্ট্রনিক্স শিল্পোৎপাদন হাব হিসেবে গড়ে উঠতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। স্যামসং ২০১০ সালে ১৫৫ বিলিয়ন ডলার আয়ের পরিমাণে বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক্স কোম্পানি,এটি বৃহত্তম মেমরি চিপ নির্মাতা এবংনকিয়ার পর দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান। বিইপিজেট এর ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল শহীদুল ইসলাম স্যামসং থেকে প্রস্তাব নিশ্চিত করেছেন, কিন্তু তিনি বিনিয়োগের সঠিক মাপ দিতে অস্বীকৃতি জানিয়েছেন।তবে কর্তৃপক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন দক্ষিণ কোরিয়া দৃঢ় প্রায় $১.২৫ বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব দিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।