আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দরবনকে বিজয়ী করতে সামাজিক আন্দোলন জরুরি প্রিজ

www.sometimeinblog.com সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য হিসেবে বিজয়ী করতে দলমত-নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। এটিকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। সুন্দরবন বিজয়ী হলে সারা বিশ্বে বাংলাদেশকে মানুষ আলাদা করে চিনবে। ফলে পর্যটনশিল্প যেমন বিকশিত হবে তেমনি জাতীয় সমৃদ্ধি বাড়বে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ওয়ান্ডার্স প্রমোশন ফাউন্ডেশন আয়োজিত প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে বিজয়ী করতে করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের এসব কথা বলেন।

জি এম কাদের প্রথম আলোকে বলেন, সুন্দরবনকে বিজয়ী করতে এরই মধ্যে বন ও পরিবেশ মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ১ জুলাই থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে একটি রোড শো শুরু হচ্ছে। এর মাধ্যমে সারা দেশে সুন্দরবনকে ভোটদানে সচেতন করার পাশাপাশি ভোটদানের ব্যবস্থা করা হবে। গোলটেবিল বৈঠকে খুলনা-১ আসনের সাংসদ ননী গোপাল মণ্ডল বলেন, সুন্দরবনকে বিজয়ী করার মাধ্যমে সারা বিশ্বকে বাংলাদেশ সম্পর্কে নতুন করে জানার যে সুযোগ এসেছে, তা কাজে লাগাতে হবে। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকন-উদ্-দৌলা বলেন, আমরা সবাই মিলে চেষ্টা করলেই সুন্দরবনকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারব।

অভিনেত্রী মিতা নুর বলেন, সুন্দরবনকে ভোটদানে সচেতন করে তুলতে তারকাদের এগিয়ে আসতে হবে। বৈঠকে মূল প্রবন্ধ পড়েন বাংলাদেশ ওয়ান্ডার্স প্রমোশন ফাউন্ডেশনের উপদেষ্টা হারুন অর-রশিদ। সুন্দরবনকে ভোট দেওয়ার ক্ষেত্রে ভারতের সম্পৃক্ততা বৃদ্ধির ওপর জোর দেন বাংলাদেশ ওয়ান্ডার্স প্রমোশন ফাউন্ডেশনের সভাপতি মুহম্মদ আতা উল্লাহ খান। সুন্দরবনকে ভোটদানে সহায়তার জন্য মুঠোফোনে বিনা মূল্যে ভোট দেওয়ার পদ্ধতি চালু করার দাবি জানান বক্তারা। সুন্দরবনকে ভোট দেওয়া যাবে http://www.new7wonders.com ঠিকানার ওয়েবসাইটে।

টেলিফোনে ভোট দিতে +১ ৮৬৯ ৭৬০ ৫৯৯০, +১ ৬৪৯ ৩৩৯ ৮০৮০, +৪৪ ৭৫৮ ৯০০ ১২৯০—এই তিনটি আন্তর্জাতিক নম্বরের যেকোনো একটিতে কল করে নির্দেশনা শোনার পর ৭৭২৪ চেপে সুন্দরবনকে ভোট দেওয়া যাবে। এ ছাড়া গ্রমীণফোন, টেলিটক ও রবির সংযোগ থেকে ম্যাসেজ অপশনে গিয়ে SB লিখে ১৬৩৩৩ নম্বরে এসএমএস করে সুন্দরবনকে ভোট দেওয়া যাবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.