আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দরবনকে ভোট দিন..................

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবন এখন রয়েছে প্রথম স্থানে। এই প্রথম স্থানটি যেন টিকে থাকে সে জন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এবং বেশি বেশি করে ভোট দিতে হবে। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের চূড়ান্ত পর্বে গত চার সপ্তাহে দ্রুতগতিতে ভোট পেয়েছে বাংলাদেশ ও ভারতের সুন্দরবন। চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ২৮টির মধ্যে যেসব স্থান বেশি হারে ভোট পেয়েছে, সেগুলোকে ‘ফাস্টেস্ট গ্রোয়িং’ তালিকায় উল্লেখ করা হয়েছে। এ তালিকার প্রথমেই আছে সুন্দরবনের নাম।

ফাস্টেস্ট গ্রোয়িংয়ের অর্থ হলো, প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের ‘ফাইনালিস্ট’ স্থানগুলো আগে যে ভোট পেয়েছিল, সে তুলনায় গত চার সপ্তাহে দ্রুত হারে ভোট পেয়েছে। এটা প্রাপ্ত ভোটের ভিত্তিতে নির্বাচনের জায়গাগুলোর বর্তমান অবস্থান তুলে ধরে না। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন-প্রক্রিয়ার আয়োজক সুইজারল্যান্ড-ভিত্তিক নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশনের আনুষ্ঠানিক ওয়েবসাইটে (http://www.new7wonders.com) গত সোমবার রাতে এসব তথ্য জানা গেছে। চূড়ান্ত লড়াইয়ে থাকা প্রাকৃতিক স্থানগুলো ভোটের ভিত্তিতে কোনটি কোন অবস্থানে আছে, তা আগামী ১১ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশের আগে জানানো হবে না বলে ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। ২০০৭ সালের ৭ জুলাই থেকে শুরু হয়েছে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন-প্রক্রিয়া।

প্রথম ও দ্বিতীয় পর্ব শেষে ২০০৯ সালের ২১ জুলাই চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ২৮টি প্রাকৃতিক স্থানের নাম ঘোষণা করা হয়। সুন্দরবনকে আমরা যত ভোট দেব ততোই সুন্দরবনের প্রথম স্থানটি আরো শক্ত হবে। আসুন আমরা সবাই সুন্দরবনকে ভোট দিই। লগ ইন করুন..... http://www.new7wonders.com এবং ভোট দিন...........। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.