আঙুলের ফাঁকে ধিক ধিক জ্বলতে থাকা আধ খানা পোড়া মন, নিকষ আঁধারেও অগোচরে চলছে স্মৃতির দহন | ঝড় থেমে গেছে শান্ত চার পাশ, শান্তির পরশ বুলায় মিথ্যে আশ্বাস | রাত জেগে ফেরার অপেহ্মায় বসে আছে কেউ হয়তো ভাবি এখনো কাল্পনিক কোন মায়ায় | সঙ্গপনে কোন মৃত প্রেমের অপেহ্মা নিজেকে ফেরাবার শক্তি হ্মুয়িয়েছি, হারিয়েছি সত্তা ; নিস্তব্ধ রাতের পৈশাচিক আবছায়ায় দেখেছি যেখানে আষাঢ় শ্রাবণ শুকিয়ে যাওয়া | মৃত্যুর দ্রবন থেকে আজো জীবন তুলে আনি বারে বার, কফিনের শেষ পেরেকটা র অপেহ্মা দীর্ঘ্যায়িত হয় প্রথিত হবার; ধ্বংশ স্তুপের প্রতিটি শোক গাথায় আঙুলের ফাঁক গলে পোড়া ছাই তোমার সেই মুখ করে খোদাই |
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।