গত ২৪ শে জুন, ২০১১ রাত ৯:২৪ মিনিট এ এক ব্লগার ভাইয়ের লেখা পড়ে আমি নিম্নোক্ত মন্তব্য করেছি। তিনি বাংলাদেশের কোটিপতিদের ব্যপারে কিছু বলেছেন তথা তথ্য দিয়েছেন।
দেশে কোটিপতি ২৮ হাজার।
আসলে আমার মনে হয় দেশে কোটিপতি ২৮ হাজার,এটা সঠিক নয়। অন্যান্য জায়গায় যেই হিসেব দিয়েছে তারা সকলে সরকারী ট্যাক্স পরিশোধ করে কোটিপতি হয়েছে।
আমি মনে করি আমাদের দেশের সরকারী ট্যাক্স পরিশোধ করেন এমন কোটিপতির সংখ্যা হয়তো ২৮ হাজার হতে পারে,কিন্তু প্রকৃত কোটিপতির সংখ্যা লাখের উপরে এতে কোনো সন্দেহ নাই।
যেমন ধরুন,বৈদ্যুতিক মিটার রিডার কোটিপতি,ওয়াসার তৃতীয় শ্রেনীর কর্মী কোটীপতি,ভূমি অফিসের পিয়ন কোটিপতি। তাছাড়া অনেক স্কুল ও কলেজ শিক্ষক ও রয়েছেন কোটিপতির কাতারে। আমাদের দেশের উকিল,পুলিশ,ডাক্তার এমনকি সরকারী হাসপাতালের কিছু কিছু নার্সও কোটিপতি। এছাড়া আরো অনেক কোটিপতি আছে যারা সমাজের সুশীল পর্যায়ে বসবাস করে।
আর আমাগো ব্যবসায়ী ভাইয়েরা তো আছেই এই লাইনে। ভাইরে মেলা উদাহারণ দিয়া দিলাম।
তবে এই সকল কথা আমরা সকলেই জানি,কিন্তু কিছুই করার নাই। তবে আমি মনে করি কোটিপতির সংখ্যা লাখের উপরে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।