যদি কখনও আধঘন্টার হাঁটা রাস্তায় রিক্সা চেপে বসি; যদিও আমার তাড়া আছে তবু তাকে বিলাসিতা মনে হয়; পায়ের ওপর পা উঠে আসে, হাত চলে যায় সিটের দু'পাশে যেনবা হাতলের ওপর রাখা দুটি হাত! এরকমই একদিন আমার রিক্সা অদ্ভূত গতি পেলো, রাস্তার দু'পাশে তখন আমার রাজত্ব! চোখ ঘুরে এলো নিমেষেই নগরের সব বেলকুনি; হঠাৎ তরল বিদ্যুৎ মস্তিষ্কের স্নায়ুগুলোতে মৃদু করাঘাত করে গেলো বিস্মৃত হলাম সময় রাজত্বের সময়ের ভেতর উঠে এলো নতুন এক সময়। তখন তুমি দূরে তাকিয়ে ছিলে তরল সে বিদ্যুৎ এর রেশ কাঁটলো না আর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।