আমার ব্যক্তিগত ব্লগ শাফিনকে (আমার আড়াই বছরের ছেলে) খাওনোর সময় গল্প বানাচ্ছিলাম। বললাম, একদেশে ছিল একটা শাফিন, সে সুধু বমি করতো। একদিন আম্মু ওকে ধরে দিল জোরে একটা পিট্টি। বাস্ সব ভালো হয়ে গেল। শাফিন আর বমি করে না, চুপচাপ খেয়ে নেয়।
গল্প শুনে শাফিন ঘাড় ঘুড়িয়ে গম্ভির হয়ে আমার দিকে তাকালো, কিন্তু হাসি চেপে রাখতে পারলোনা। খিকখিক করে হেসে গড়িয়ে পড়ল। অনেক কষ্টে থামে আবার হাসে। ৫ মিনিট ভরে টানা হাসল। ও আসলে ভাবতে পারেনি ওর মা ওকে এভাবে বোল্ড করবে।
ইদানিং খাবার সময় ইচ্ছা করে বমি করে যাতে খেতে না হয়, এই জন্য এই গল্প। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।