আমাদের কথা খুঁজে নিন

   

সেমুতাং গ্যাস ফিল্ড

আমি এই ব্লগে এমন কিছু আশা তুলে ধরব! যে অাশা মানিকছড়ি বাসির অনেক দিনের শুধু আশাতেই পড়ে আছে। কিন্ত বাস্তবে রুপটা তার ঠিক উেল্টা রুপ পেতে যাচ্ছে। কারন প্রায় ৬০ বছর পর সেমুতাং গ্যাস ফিল্ড থেকে গ্যাস তোলা হচ্ছে। কিন্ত উপজেলা বাসীর এই ঘ্যাস কোনো কাজে আসতেছে না। যেমন প্রথমেই বলতে গেলেই মনে পড়ে এই অবহেলিত উপজেলাটির কথা।

এই উপজেলা বাসীর অনেক দিনের স্বপ্ন একটু গ্যস। কিনতু সরকার বারে বারে একই কথা বলে আসছেন যে মানিকছড়ি তে আগে গ্যাস সুবিধা দেয়া হবে। তারপরই এই গ্যাস জাতীয় গ্রেডে নিেয় যাওয়া হবে। কিনতু এই আশ্বাস শুধু আশ্বাসই। গত২০.০৬.২০১১ নাগাদ আমারা গ্যাস চাই র্শীষক মানিকছড়ি্ উপজেলা সদরে বিরাট মানব বন্ধন হয়...যা এন টিভি,চ্যানেল আই,দেশ টিভি চ্যানেলে সগপ্রচার করা হয়।

এই মানব বন্ধন নে যোগ দিয়েছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান জব্বার.মহিলা ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক নেতৃবৃন্ধ খেকে শুরু করে সকল স্তরের ছাত্র জনতা। কিন্ত এই মানবন্ধন জনগনের আশা পূরন করতে সমর্থ হবে কি???????? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।