চট্টগ্রামে ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৬৪তম দীর্ঘমেয়াদি কোর্স এবং ৩৫তম বিশেষ কোর্সের ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতির কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেছেন ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল বিজয় কুমার সিং। এই প্রথম কোন বিদেশি সেনা প্রধানকে এই সম্মান প্রদর্শন করা হলো। এদিকে রাষ্ট্রপতির কুচকাওয়াজে ভারতীয় সেনা প্রধানের অভিবাদন গ্রহণ নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। Click This Link কিন্তু আমার কিছুতেই বুঝে আসছে না যে, একটি দেশের সেনা প্রধানকে সালাম জানালে সমস্যা কোথায়? সমালোচকরা হয়তো জানেন না যে, ১৯৯৮ সালে তৎকালীন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল মুস্তাফিজুর রহমান বীরবিক্রমের ভারত সফরে এমনই এক প্রেক্ষাপট সূচিত হয়। জেনারেল মুস্তাফিজ দেরাদুনে অবস্থিত ইন্ডিয়ান মিলিটারি একাডেমীর দীর্ঘমেয়াদী কোর্সের পাসিং আউট প্যারেডের সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শনের বিরল সৌভাগ্য অর্জন করেছিলেন। তিনি ভারত সফরকালে জয়পুরে বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শনেরও সুযোগ লাভ করেন। তাই আসুন এ বিষয়ে বিতর্ক সৃষ্টি না করে, ভারতের সাথে অসম বাণিজ্য, সীমান্তে মানুষ হত্যা, পানির ন্যায্য হিস্যা এসব নিয়ে বিতর্ক করি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।