আমাদের কথা খুঁজে নিন

   

দেশের সেরা মেধাবীদের অসাধারণ কৃতিত্ব

*** বোবার চিৎকার *** বুয়েটের মাহদী, নোমান ও রাশেদ এক নতুন ধরনের ‘অ্যানটেনা ডিজাইন তত্ত্ব’ উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে একই সঙ্গে চারটি ফ্রিকোয়েন্সিতে যোগাযোগ করা সম্ভব। এ উদ্ভাবনের জন্য স্বীকৃতি মিলল ঘরে-বাইরে দুক্ষেত্রেই। বুয়েট থেকে তাঁরা পেলেন থিসিস গ্রুপের বেস্ট অ্যাওয়ার্ড আর এমআইটির জার্নালে প্রকাশিত হলো তাঁদের গবেষণা তত্ত্ব। তারবিহীন ফ্রিকোয়েন্সিনির্ভর যেকোনো যোগাযোগের কাজটিই এবার অনেক সহজ হয়ে যাবে, তা সেলফোনের মাধ্যম হোক কিংবা এয়ারক্র্যাফট, রাডার, স্পেসক্র্যাফট বা নিরাপত্তা নজরদারির মতো বৃহত্তর পরিসরেই যোগাযোগ হোক না কেন। এখন তা সম্ভব হবে দ্রুতগতিতে, কম সময়ে এবং যুগপৎভাবে।

বুয়েটের মাহদী-নোমান-রাশেদ উদ্ভাবিত ‘চার ফ্রিকোয়েন্সি বিশিষ্ট অ্যানটেনা ডিজাইন তত্ত্ব’ নতুন এ সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এই ‘চার’ শুধু একটি সংখ্যাই নয়, এটি চারদিক ছাড়িয়ে, চার ধাপ এগিয়ে যাওয়ার মতো ঘটনা। এখন পর্যন্ত যোগাযোগের ক্ষেত্রে বিজ্ঞানের আবিষ্কার-উদ্ভাবন থেমে ছিল দুটি ফ্রিকোয়েন্সি পর্যন্তই। বুয়েটের এই তিন ধীমান দেখালেন নতুন পথ। উদ্ভাবন করলেন অ্যানটেনার এমন এক ডিজাইন তত্ত্ব, যার মাধ্যমে একই সঙ্গে চারটি ভিন্ন ক্ষেত্রে যোগাযোগ করা সম্ভব।

কাজের শুরুটা হয়েছিল খুব সাধারণভাবেই। স্নাতক শেষ ধাপে অ্যাকাডেমিক রিসার্চের অংশ হিসেবেই মাহদী রহমান চৌধুরী, আবদুল্লাহ আল নোমান অভি ও রাশেদ আলম যুবরাজ বেছে নিয়েছিলেন ফ্রিকোয়েন্সিবিষয়ক অ্যানটেনা ডিজাইন তৈরির কাজ। পরবর্তী ঘটনাগুলো অনেক গতিময়। দিন-রাত চলল মাইক্রোস্ট্রিপ অ্যানটেনা নিয়ে তিনজনের বিশদ পড়াশোনা আর তথ্য সংগ্রহের কাজ। প্রজেক্ট সুপারভাইজার অধ্যাপক আবদুল মতিনের কাছে তাঁরা নিয়মিত তাঁদের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং বিকিরকবিষয়ক তত্ত্বগুলো রপ্ত করেন।

সঙ্গে চলতে থাকে অ্যানটেনার আকার ছোটকরণের কাজও। কিন্তু এই গবেষণায় নেমে তাঁরা দেখতে পেলেন বেশ কিছু সীমাবদ্ধতা। যুক্তরাষ্ট্রের কয়েকজন পিএইচডি গবেষক ফ্রিকোয়েন্সি বাড়ানো ও এর মানোন্নয়নের কাজে বেশি দূর অগ্রসর হতে পারেননি। কাজগুলো কেন সফল হলো না, তাঁরা সে কারণ অনুসন্ধান শুরু করলেন। তাঁরা খুব দ্রুত লক্ষ করলেন, এ ধরনের অ্যানটেনার ডিজাইনের সুনির্দিষ্ট কর্মপদ্ধতি বা সুনির্দিষ্ট তত্ত্ব নেই।

তাঁরা আরও একনিষ্ঠভাবে কাজ করে চললেন। শুধু কর্মপদ্ধতিই নয়, বরং এ ধরনের অ্যানটেনা ডিজাইনের নতুন গাণিতিক তত্ত্ব উদ্ভাবন করলেন মাহদী। যা দিয়ে কেবল নতুন অ্যানটেনার নকশা নয়, তার সঙ্গে আগের গবেষকেরা কেন ব্যর্থ হয়েছিলেন, সেটাও বের করা সম্ভব হলো। পাশাপাশি তাঁরা দেখালেন, তাঁদের ডিজাইনকৃত অ্যানটেনা কীভাবে বিদ্যমান সাধারণ অ্যানটেনার চেয়ে চার গুণ ক্ষমতাসম্পন্ন বিকিরক হিসেবে কাজ করবে। এরপর তাঁরা অল্প কিছু দিনের মধ্যেই দুই ফ্রিকোয়েন্সি ছাড়িয়ে তিন ফ্রিকোয়েন্সির অ্যানটেনার তত্ত্ব ও ডিজাইন তৈরি করতে সক্ষম হলেন।

এ কাজে সফল হওয়ার পর তাঁদের কর্মপদ্ধতি ও তত্ত্ব তাঁরা যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) জার্নালে প্রকাশের জন্য পাঠান। বিশেষজ্ঞদের রিভিউয়ের পর এমআইটির প্রগ্রেস ইন ইলেকট্রোম্যাগনেটিক রিসার্চ লেটার্স (পিআইইআর লেটার) শীর্ষক জার্নালে প্রকাশিত হয় তাঁদের এই তত্ত্ব। তিন ফ্রিকোয়েন্সির অ্যানটেনার তত্ত্ব ও ডিজাইন তৈরির সফলতার পর এই গবেষণার ধারাবাহিকতায় তাঁরা চার ফ্রিকোয়েন্সিবিশিষ্ট অ্যানটেনার তত্ত্ব ও ডিজাইন উদ্ভাবন করেন। এমআইটির পিআইইআর লেটার এবং পিআইইআর-এম জার্নাল ছাড়াও এ তত্ত্বের নানা দিক নিয়ে বিভিন্ন জার্নাল ও সেমিনারে আলোচনা অব্যাহত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আই-ট্রিপল-ই, পিআইইআরএস, ইইউ-ক্যাপ প্রভৃতি।

যেহেতু এটি ছিল বুয়েটের অ্যাকাডেমিক গবেষণা, তাই এল বিশ্ববিদ্যালয় থেকে মূল্যায়নের পালা। বুয়েটের ৩৭টি রিসার্চ গ্রুপের মধ্যে মাহদী-নোমান-রাশেদ গ্রুপটি ‘বেস্ট সায়েন্টিফিক পোস্টার অ্যাওয়ার্ড’ লাভ করে। বুয়েট থেকে তিনজনই সম্প্রতি বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন। মাহদী চেষ্টা করছেন উচ্চতর গবেষণার জন্য দেশের বাইরে যেতে, আর নোমান ও রাশেদ দুজনই এমএস করছেন বুয়েট থেকে। থেমে নেই তাঁদের গবেষণার কাজ, তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন পরবর্তী ব্যাচের শিক্ষার্থীরাও।

উদ্দেশ্য চার ফ্রিকোয়েন্সি ব্যান্ডের ক্ষুদ্রাকৃতির এই নতুন অ্যানটেনা ডিজাইনের আরও উন্নতি সাধন করা। রিসার্চ গ্রুপ লিডার মাহদী বলেন, ‘পাটের জিনতত্ত্ব্ব আবিষ্কৃত হয়েছে বাংলাদেশ থেকে। আমাদের উদ্ভাবিত চার ফ্রিকোয়েন্সির অ্যানটেনার ডিজাইন তত্ত্ব তেমনি বিশ্বব্যাপী স্বীকৃতি পাওয়ার যোগ্য। আমরা চেষ্টা করছি মৌলিক কাজ হিসেবে এর পেটেন্ট (মেধাস্বত্ব) সংরক্ষণ করতে। কিন্তু এটি ব্যয়বহুল হওয়ায় ব্যক্তিগতভাবে তা করা দুরূহ।

সরকারের উচিত এর পেটেন্ট সংরক্ষণে এগিয়ে আসা। কারণ এর সঙ্গে বাংলাদেশের সম্মানের প্রশ্ন জড়িত। ’ সুত্র  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.