গর্বিত আমি, জন্মেছি এদেশে....(বরিশালে) আমি আমার সব পিসিতেই ক্যাসপারস্কি ২০১১ ইন্টারনেট সিকিউরিটি ইউজ করি। কিন্তু সমস্যা বাধিয়েয়ে কিছু ওয়েব সাইট. আমাদের ওয়েব বেইজ কিছু সাইট আছে, যেগুলে ওরাকল তথা JInitiator 1.3.1.13 বেইজড। কিন্তু কোন ক্লয়েন্ট পিসি থেকে ঐ সাইটে ঢুকতে গেলে সাথে সাথে সার্ভারের ক্যাস্পারস্কি ঐ ইউজারের আইপিকে ব্লক করে দেয়। আর সেই সাইটটি সার্ভার থেকে রান করলেও ঐ JInitiator 1.3.1.13 রান করতে পারেনা। আমি সেটিংসএ গিয়ে ঐ সাইট সেইফ করে,ঐ JInitiator 1.3.1.13কে সেইফ প্রেগ্রাম হিসেবে এ্যাড করে দিয়েছিলাম.........কিন্তু কোন লাভ হচ্ছেনা। ক্যাস্পারস্কির সাইটে গিয়ে দেখি, ঐটাকে এন্টি ব্যানার হিসেবে সে ঐগুলাকে ব্লক করছে। এছাড়াও একটা ওয়েব সাইট আছে........রিপোর্টে যেটাকে DoS.Generic.SYNFlood এর জন্য ঐ আইপিকে নেটওয়ার্ক এ্যাটাক হিসেবে ব্লক করছে। এই এন্টি ব্যানার আর নেটওয়ার্ক এ্যাটাকের ভুয়া কর্মকান্ড থেকে কিভাবে বাঁচন যায়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।