আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাকিংয়ের শিকার স্বয়ং ক্যাসপারস্কি!

আগামীর স্বপ্নে বিভোর...

অ্যান্টিভাইরাসের দুনিয়ায় ক্যাসপারস্কি অন্যতম। ম্যালওয়্যার, স্পাইওয়্যার বা যে কোনো ভাইরাসের বিরুদ্ধে প্রতিভরোধ করে কম্পিউটারকে নিরাপত্তা দেয়ার দিক থেকে ক্যাসপারস্কি অন্যতম হলেও সম্প্রতি এই অ্যান্টিভাইরাস প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিজেরাই হ্যাকিংয়ের শিকার হয়েছে। খবর ইয়াহু অনলাইনের। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস তৈরি করে ক্যাসপারস্কি ল্যাব। আর ক্যাসপারস্কির ওয়েবসাইট ক্যাসপারস্কিইউএসএ ডটকম হ্যাক করেছে অজানা কোনো হ্যাকার।

জানা গেছে, ক্যাসপারস্কির ওই সাইটে ঢুকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে ইন্টারনেট ব্যবহারকারীর কম্পিউটারে ভাইরাস ছড়িয়ে পড়ছে। ক্যাসপারস্কি জানিয়েছে কোনো হ্যাকারকে তারা শনাক্ত করতে পারেনি। থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করে এমনটা করা হয়েছে বলেই মন্তব্য করেছে ক্যাসপারস্কি কর্তৃপক্ষ। জানা গেছে, ক্যাসপারস্কির কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে চাইলে ভাইরাস ডাউনলোড করে এমন সাইটে চলে যাচ্ছে। আর সেখানে ভাইরাস স্ক্যান করতে চাইলে ব্যবহারকারীকে বিভ্রান্ত করেই ছড়িয়ে পড়ছে ভাইরাস।

নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, এইরকম ভাইরাস থেকে নিরাপদ থাকতে ওয়েব ব্রাউজার ব্যবহার করেই কাজ সারা যায়। প্রয়োজনে উইন্ডোতে কন্ট্রোল-অল্টার-ডিলিট চেপেও শেষ করে দেয়া এই ভাইরাসটির কম্পিউটারে চালু ‘টাস্ক’। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ক্যাসপারস্কি শেষপর্যন্ত সম্পূর্ণ নতুন কোড ব্যবহার করে আবার আপডেট করেছে তাদের সাইটটি এবং এখন এটি নিরাপদ বলেই তারা দাবী করেছে। খবরটা এইখান থেকে প্রাপ্ত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.