আমাদের কথা খুঁজে নিন

   

প্রফেসর কাজী জাকের হোসেন আর নেই

Not for sale দেশের অন্যতম প্রখ্যাত প্রাণিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস প্রফেসর কাজী জাকের হোসেন আর নেই। গতকাল দুপুর দুইটার দিকে বার্ধক্যজনিত কারনে তিনি ইন্তেকাল করেন। অধ্যাপক কাজী মো. জাকের হোসেন ১৯৩১ সালের ১ জানুয়ারি কুমিল্লার নাঙ্গলকোটের পাটোওয়ার গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৬ সালে চাঁদপুর জিএইচই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন, ১৯৪৮ সালে ঢাকা কলেজ থেকে আইএসসি, ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং ১৯৫৩ সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি লাভ করেন। শিক্ষাজীবন শেষে তিনি ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্কালীন জীববিদ্যা বিভাগে লেকচারার হিসেবে যোগ দেন।

১৯৭৮ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ১৯৯১ সালে চাকরি থেকে স্বাভাবিক অবসর গ্রহণের পর পুনর্নিয়োগপ্রাপ্ত অধ্যাপক হিসেবে পাঁচ বছর এবং সংখ্যাতিরিক্ত অধ্যাপক হিসেবে দুই বছর প্রাণিবিদ্যা বিভাগে শিক্ষকতা করেন। ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক পরিষদের সুপারিশ অনুযায়ী অধ্যাপক কাজী জাকের হোসেনকে প্রফেসর ইমেরিটাস পদবিতে ভূষিত করা হয়। অধ্যাপক কাজী জাকের হোসেন ১৯৯০ সালে জাতিসংঘ প্রদত্ত গ্লোবাল ৫০০ রোল অব অনার এনভায়রনমেন্টাল অ্যাচিভমেন্ট লাভ করেন। তিনি ১৯৯২ সালে স্বাধীনতা পদক পান এবং ২০১০ সালে বন্যপ্রাণী সংরক্ষণে বঙ্গবন্ধু পুরস্কারে ভূষিত হন।

প্রফেসর জাকের হোসেন আমৃত্যু বন্যপ্রাণী সংরক্ষণের জন্য লড়াই করে গেছেন। বন্যপ্রাণীর উপর তাঁর প্রচুর লেখা প্রকাশিত হয়েছে। তাছাড়া বনায়নের নামে বিদেশীগাছের বাগান সৃষ্টির বিরুদ্ধেও তিনি সংগ্রাম চালিয়ে গেছেন। তাঁর প্রতি অনুসন্ধিৎসু চক্রের পক্ষ থেকে জানাই শ্রদ্ধাঞ্জলি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.