https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/27916_469175573128793_904386976_n.jpg অসাম্প্রদায়িক লেবাসধারী আওয়ামীলীগ ক্ষমতায় যাবার লোভে মৌলাবাদীদের সাথে চুক্তি করেছিল । সেটা ২০০৭ সালের কথা । চুক্তি অনুযায়ী ব্লাসফেমি আইনরে বৈধতা দেবার কথা ছিল আওয়ামীলীগের । কিন্তু প্রবল সমালোচনায় তারা এ চুক্তি বাতিল করে । ক্ষমতায় যাবার জন্য এদেশের রাজনৈতিক দলগুলো কি না করতে পারে তা নিয়ে নতুন করে আলোচনার প্রয়োজন নেই ।
আলোচনার বিষয় হল আট বছর পরে এই সরকার আবার ফিরিয়ে এনেছে সেই কুখ্যাত ব্লাসফেমি আইন । তবে একটু ঘুরিয়ে । বিশেষ একটি ধর্মের এবং সেই ধর্মের মহাপুরুষদের যারা সমালোচনা করে , অবিশ্বাস করে তাদের তালিকা তৈরি করে নাকি শাস্তির আওতায় আনা হবে । সেলুকাস ! একটা গণতান্ত্রিক দেশে মত প্রকাশের অধিকার থাকবেনা ? আস্তিক হবার অধিকার যদি থাকে তবে নাস্তিক (বস্তুবাদী) হবার অধিকার থাকবেনা কেন ? একজন যদি কোন বিষয়ে অবিশ্বাসী হয় তবে তাকে কেন জোর করে বিশ্বাস করাতে হবে ? কোন নাস্তিক তো মন্দির ভাঙ্গে না , কোন নাস্তিক তো মসজিদের কার্পেটে আগুন দেয় না , 'আস্তিক' হবার অপরাধে কোন ব্যাক্তিকে তো কুপিয়ে হত্যা করে না , নাস্তিকরা বোমা মারে না ,ককটেল নিয়ে ঘুরে বেড়ায় না , সংখ্যালঘুদের গণিমতের মাল বলে লুটপাট ,ধর্ষণ ,ধর্মান্তরিত , দেশান্তরিত করেনা , নারীদের পর্দার অন্ধকারে বন্দী করে রাখেনা , দেশকে মধ্যযুগের দিকে ধাবিত করে না । এসবই করে আস্তিকরা ।
তবে কেন নাস্তিকরা অপরাধী আর তাদের শাস্তি দিবে সরকার ? কেউ কি যুক্তি দিতে পারেন ?
২.
একটি রাষ্ট্রের কখনো ধর্ম থাকতে পারে না । কারণ রাষ্ট্র একটি বিমূর্ত ধারণা । রাষ্ট্রের সাথে ধর্ম যুক্ত করার অর্থ হল সেই রাষ্ট্রর আইন, সংবিধান এবং নাগরিকদের উপরে একটি বিশেষ ধর্মকে চাপিয়ে দেয়া । একটি আদর্শ রাষ্ট্র প্রত্যেক নাগরিক নিজ নিজ ধর্ম পালনের অধিকার পাবে এটাই কাম্য । রাষ্ট্রধর্মের মানে হল একটি বিশেষ ধর্ম ছাড়া অন্য ধর্মালম্বীদের রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে দেয়া ।
বঙ্গবন্ধুর কন্যা পারেননি পিতার সেই সত্সাহস আর আদর্শকে ধারণ করতে । পারেননি বাহাত্তরের সংবিধানকে পুন:প্রতিষ্ঠা করতে । লজ্জা.... লজ্জা..... । তিনি মৌলবাদের কাছে মাথা নত করেই আছেন । তার দলে এখন মৌলবাদী, তার আশেপাশে এখন মৌলবাদী ।
৩.
মৌলবাদী মাহমুদুর ও তার আমার দেশ সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিয়েও বহাল তবিয়তে থাকেন । সরকার তাকে গ্রেফতার করতে ভয় পায় । কি জানি হুজুরেরা কি মনে করে ! জামাতি নেতারা দেশে গৃহযুদ্ধ লাগিয়ে দেবার হুমকি দিয়েও নিষিদ্ধ হয়না , পাকিস্তানি পতাকা উড়িয়েও রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে অভিযুক্ত হয়না কোন বেজন্মা । সব দোষ শুধু নাস্তিকদের । যারা বিজ্ঞানচর্চা করে ,যারা মুক্তচিন্তা করে ,যারা মধ্যযুগীয় অন্ধকার থেকে দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় তারাই অপরাধী ! নাস্তিকরা কয়টা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছে , কয়টা মানুষ হত্যা করেছে ? নাস্তিকরা কি কখনো জাতীয় পতাকা পুড়িয়ে পাকিস্তানি পতাকা উড়িয়েছে ? শহীদ মিনার ভেঙ্গেছে কখনো ? ধর্ষণ করেছে কোন কিশোরীকে ? সেই অদেখা একাত্তর , ২০০১ আর তের সাল আমার মনে একইভাবে ক্রিয়া করে ।
আমার কানে এখনো বাজতে থাকে ভীষণ অসহায় এক মায়ের করুণ আকুতি... "বাবারা আমার মেয়েটা ছোট , আপনারা একজন একজন করে আসেন " ! ইচ্ছে হয়......... :-x
৪.
প্রথম আলোর মতিউর রহমান নির্দোষ এক কার্টুনিস্টের ঘাড়ে দোষ চাপিয়ে বায়তুল মোকারমে তওবা করে নিষ্পাপ হয়ে গেছিলেন । সেই কার্টুনিস্ট তওবা করার সুযোগটিও পেলেন না । তওবা করেই চলছেন প্রজন্ম চত্তরের আয়োজকরা । প্রজন্মের যুদ্ধ যে শুধু নরপশু রাজাকারদের বিরুদ্ধে , নাস্তিক বনাম আস্তিক নয় এই বিষয়টিই তারা উপস্থাপন করতে পারছে না । মুক্তচিন্তার জন্য মরতে হয়েছে হুমায়ুন আজাদকে ।
নির্বাসিত হতে হয়েছে তসলিমা নাসরিন কে । মরতে হলো রাজীবকেও । হয়তো মরতে হবে আমাকেও । রাষ্ট্রের হাতে অথবা মৌলবাদের হাতে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।