চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা
২১শতকের প্রথমদিকে জাতিসংঘে অনেকগুলো রেজুলেশন পাস হয় ব্লাসফেমিকে ভিত্তি করে। জাতিসংঘের একটি ইস্যু হয়ে দাড়ায় এটি। জাতিসংঘ দুনিয়াজুড়ে আহ্বান জানায় এই বলে, যারা ধর্মকে অসম্মান করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থাপনা গ্রহনের।
Torah, Leviticus 24:16 states that those who speak blasphemy "shall surely be put to death",
তওরাতে মৃত্যদন্ডের কথা বলে হয়েছে।
Luke 12:10, where blaspheming the Holy Spirit is spoken of as unforgivable - the eternal sin.
ইন্জিলেও এটি একটি গুরুতর অপরাধ।
# Thomas Aquinas says that “it is clear that blasphemy, which is a sin committed directly against God, is more grave than murder, which is a sin against one's neighbor. … it is called the most grievous sin, for as much as it makes every sin more grievous.”[16]
টমাস একুইনাস বলেন, ব্লাসফেমি এমন একটি অপরাধ যা কিনা সরাসরি খোদার বিরুদ্ধে করা হয়। এটি হত্যার চাইতে খারাপ, এটি সবচাইতে গুরুতর অপরাধ যাকিনা অন্যান্য পাপকে গুরুতরো করে তোলে।
ইসলামেও এটি একটি অপরাধ, তবে অবস্থাভেদে এর শাস্তি জরিমানা থেকে শুরু করে জেল, বেত্রাঘাত এমনকি মৃত্যুদন্ডও হতে পারে।
অনেকে মুক্তচিন্তার কথা বলে অনেককিছুকেই হালাল করতে চান।
কিন্তু মনে রাখতে হবে বাকস্বাধীনতা কিংবা মুক্তচিন্তার কথা তখনই বলা হয় যার সাথে সংশ্লিষ্ট থাকে মানুষের কল্যান আর মুক্তির।
কিন্তু মুক্তচিন্তার নামে সারা দুনিয়াব্যপী হাংগামা লাগানো একদল ইতর আছে মানুষের কল্যান কিংবা মুক্তি কখনো তাদের কাম্য নয়।
বুশ কিংবা ব্লেয়ার বাকস্বাধীনতা কিংবা মুক্তচিন্তার (ডেমোক্রেসি) নামে শিশু আর নারীসহ অসংখ্য মানুষের রক্তে হাত রন্জিত করেছে। ইরাকে ডেমোক্রেসে আনতে গিয়ে নরক বানানো হয়েছে ইরাককে।
জিয়াকে খুনি বললে ওয়াকআউট করা হয়, জ্বালাও পোড়ায় চলে, মুজিবকে কিছু বললে ত কথায় নেই। আপনি হয়ত জানেন না যে কামাল আতাতুর্ককে নিয়ে সেক্যুলারদের আহ্লাদের সীমা নাই তার নাকে খারাপ কিছু বললে সোজা আপনাকে জেলে ঢুকতে হবে।
তাহলে মহান আল্লাহকে নিয়ে মস্করা করাটা কতটুকু শালীন।
বংগবন্ধুর খুনীদের ফাসী হলে হাসিনাও খোদার কাছে শুকরিয়া জানান। শুধু হাসিনা কেন যে কোন মানুষ তার অতি খুশী কিংবা দু্:খের সময় অন্য কাউকে নয় তার শ্রষ্টাকেই সবচাইতে আপন করে নেয়।
একজনের নাস্তিকের কাছে আল্লাহ হয়ত কিছুই নয় কিন্তু আস্তিকের কাছে সবকিছু।
এমনকি অন্য ধর্মকে নিয়ে হাসি ঠাট্টা করাটা বান্চনীয় নয় এইজন্য যে তা অন্যকে কষ্ট দিতে পারে।
আর একজন মানুষ আর একজন মানুষের কষ্টের কারন হবে তা কখনোই কাম্য নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।