আমাদের কথা খুঁজে নিন

   

দুঃখিত ! প্রসংগ (রুমানা- সাঈদ) !!!

রুমানা -সাঈদের কাহিনী নিয়ে এত লেখ হয়েছে বল্গে !!! পাশবিকটা,সমাজের অবক্ষয় এসব বিষয় নিয়ে অনেককে এত চিন্তিত মনে হল...... ভাল লাগলো অন্তত আমাদের ভাববার অসরটুকুও ফুরিয়ে যায়নি। এই পরিস্থিতি থেকে পরিত্রানের পথ সবার জানা। এটা আমার ব্যাক্তিগত অভিমত। কেউ মানে। কেউ মানতে চাই।

কেউ মানেনা কিন্তু স্বিকার করে। আর কেউবা পুরোপুরি অস্বিকার করে। গন্তব্য জানা না থকলে পথ হারালাম কিনা তাও বুঝা সম্ভব নয়। আর গন্তব্য জানা কিন্তু পথ অচেনা, পথ ভুল হবার সম্ভবনা আছে কিন্তু অদম্য ইচ্ছাই একদিন পথের দিশা পাওয়া সম্ভব। আর গন্তব্য জানা, পথও চেনা।

নিশ্চিন্তে পউছে যায় পথিক। আমি লেখক নয়,পাঠক। মাঝে মাঝে মন্তব্য করি। কিন্তু কেন জানি এই বিষয়টা (রুমানা সাঈদ) নিয়ে কোন মন্তব্যও করতে ইচ্ছেও হয়নি। আল্লাহ সবাইকে একটা সীমারেখা টেনে দিয়েছেন।

সেই সীমারেখায় সাঈদ- রুমানার অবশ্যই বিকল্প পথ ছিল। আল্লাহ সীমা লংঘনকারী পছন্দ করেন না। সুস্ঠ বিচার আশা করি। অবশ্যই আল্লাহই সর্বোত্তম বিচারক। আল্লাহ আমাদের সবাইকে সীমা লংঘন করা থেকে বিরত রাখুক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।