আমাদের কথা খুঁজে নিন

   

প্লে স্টেশন ৩ কিনেছি অবশেষে ...

অনেক দিন কিনবো কিনবো করে অবশেষে পিএস থ্রি কিনেই ফেললাম। কুপন পেয়ে যাওয়ায় দাম ৩৩% কম লেগেছে। ইনফেমাস ১ কিনলাম। আপাতত: কেনার লিস্টে আছে আনচার্টেড ১,২, রেড ডেড রিডেম্পশন, নিনজা গেইডেন ১,২, আউটল্যান্ড, এনস্লেভড: অডিসি টু দ্যা ওয়েস্ট, ইনফেমাস ২, এল. এ. নয়ার, মাজিন অ্যান্ড দ্যা ফরসেকেন কিংডম, ক্যাসলভেনিয়া: লর্ডস অফ শ্যাডোও, গড অফ ওয়ার ৩, গড অফ ওয়ার: অরিজিনস কালেকশন ইত্যাদি। প্লে স্টেশন স্টোর ফ্রি হওয়ার কারনে উপরের প্রায় সবগুলোর ডেমো খেলে নিয়েছি। ফুল ভার্শন গেমের যা দাম ( এতগুলি কিনতে পারব না। আপাতত সামার এ এই গেম দিয়েই মন ভরাতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।