এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, সনির গেইমিং কনসোল প্লে স্টেশন ফোর বাজারে আনার আগে ডিভাইসটির অভ্যন্তরীণ ফিচারগুলো নিয়ে ওই ভিডিও প্রকাশ করা হয়েছে।
ভিডিওতে প্লে স্টেশন ফোর তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশ খুলে দেখানো হয়েছে। প্লেস্টেশন ফোর বক্সের ভেতর রয়েছে একটি নেটওয়ার্ক ভাউচার, কুইক স্টার্ট গাইড, ডুয়ালশক ফোর কন্ট্রোলার, এইচডিএমআই কেবল, পাওয়ার কর্ড, ইউএসবি কেবল, মনো হেডসেট এবং ৫০০ জিবি তথ্য সংরক্ষণ ব্যবস্থা।
এর সবই দেখানো হয়েছে প্লেস্টেশন ফোর-এর সার্ভার রুম থেকে। অফিসিয়ালি পিএসফোর এর স্লোগান দেওয়া হয়েছে, ’গ্রেটনেস অ্যাওয়েটস’।
১৫ নভেম্বর থেকে ডিভাইসটি সনির তালিকাভুক্ত স্টোরগুলোতে পাওয়া যাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।