স্মার্টফোনগুলোয় ব্যবহারকারীদের অনেক ব্যক্তিগত তথ্য থাকে। অন্যরা যাতে তথ্যগুলো দেখে ফেলতে না পারে এ জন্য অনেকে মোবাইল ফোনে পাসওয়ার্ড দিয়ে রাখেন। পাসওয়ার্ড ছাড়া কেউ তথ্যগুলো দেখতে পারে না। 'সিকিউরিটি লক/কোড' নামে প্রায় সব ফোনেই এ সুবিধাটি রয়েছে।
এ পাসওয়ার্ড ভুলে গেলে মহা সমস্যায় পড়তে হয়।
পরে হ্যান্ডসেট ফ্লাশ দেওয়া ছাড়া পাসওয়ার্ডটি রিসেট করার সুযোগ থাকে না। সবচেয়ে বেশি সমস্যায় ভুগতে হয় পুরনো মোবাইল ফোন কেনার পর। কারণ, এসব সেটের ডিফল্ট লক কোড বেশির ভাগ ক্ষেত্রে পরিবর্তন করা থাকে। সিমবিয়ান অপারেটিং সিস্টেমনির্ভর হ্যান্ডসেটগুলোর ক্ষেত্রে এ সমস্যা থেকে বাঁচা যায় ছোট একটি সফটওয়্যারের মাধ্যমে। সফটওয়্যারটির নাম 'আনলক মি'।
প্রথমে http://www.mediafire.com/ download. php?t3y5n3mtmzh থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। এরপর মোবাইল ফোনে ইনস্টল ও চালু করতে হবে। সফটওয়্যারের Option থেকে Unlock-এ ক্লিক করতে হবে। এবার সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কোড বসিয়ে মোবাইলের আসল পাসওয়ার্ডটি বের করে ফেলবে। এ রকম প্রতিটা কোড বসিয়ে পাসওয়ার্ড বের করতে এটি ২ থেকে ৩ মিনিট সময় নেবে।
এত সময় অপেক্ষা করতে না চাইলে এটিকে মিনিমাইজ করে রাখুন। পাসওয়ার্ড উদ্ধার করার পর সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে একটি 'বিপ' টোন দেবে। এবার এটি ম্যাঙ্মিাইজ করলেই মোবাইল ফোনের গোপন পাসওয়ার্ডটি দেখা যাবে।
( ১৫ -০৬ - ২০১১ ) -তারিখের টেকবিশ্ব ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।