রাজ
দিন দিন এগিয়ে যাচ্ছে প্রযুক্তি। মাঝে মাঝে অবাক করে দেয় সবাইকে। তেমনি এক অবাক করা জিনিস নিয়ে এসেছে স্মার্টফোন অ্যাপসগুলো। স্মার্ট ফোন দিন দিন কতো কাণ্ডই না ঘটাচ্ছে। নিত্য নতুন ফিচার যোগ করে ফোন জগতে নিয়ে আসছে বৈপ্লবিক সব পরিবর্তন।
এবার এমনই এক নতুন ফিচার যোগ হলো র্স্মাট ফোনে। চুমু দিয়ে খুলতে হবে ফোন। অর্থাৎ চুমুর মাধ্যমে ‘আনলক’ করতে হবে আপনার ফোনটি। বিস্ময়কর লাগলেও ঘটনা সত্যি।
স্মার্ট ফোনের সব কায়দাকে পেছনে ফেলে সম্প্রতি সবাইকে এ নতুন ফিচারের মাধ্যমে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে মাইক্রোম্যাক্স।
শুধুমাত্র একটি চুমুতে খুলে যাবে মাইক্রোম্যাক্সের এ নতুন ফোনের স্ক্রিন লকের রুদ্ধ দ্বার। স্মার্ট ফোনের জগতে, স্ক্রিন আনলক করার হাজারো ফিচারের মধ্যে এটিই সবচেয়ে নতুন।
এতদিন অন্যান্য স্মার্ট ফোনটি আনলক করেছেন আপনার ছবি, চোখের চাহনি অথবা হাতের বিশেষ কোনো পদ্ধতিতে। এবারে ঠোঁটের সেনসরটিকে নিয়ে ‘মাইক্রোম্যাক্স ক্যানভাস-৪’ খুলে দিবে লক করা স্ক্রিন।
এছাড়াও স্যামসাঙ-এর গ্যালাক্সি ৪ থেকে নেওয়া ভিডিও আই ট্র্যাকিং ফিচারটি পাবেন এই ক্যানভাস ৪-এ।
মানে, কোনও ভিডিও চলাকালীন, চোখ সরালেই সেনসরে নিজে থেকেই ‘পজ’ হয়ে যাবে ভিডিওটি। ফের চোখ ফিরিয়ে তাকালেই নিজে থেকে চলতে থাকবে ভিডিওটি ‘রিজিউম’ করে।
যাদের প্রিয় মানুষ নেই। তারা আপাতত মোবাইল ফোনের স্ক্রীনের উপরই চুমু খান জত খুশি তত।
প্রযুক্তির সকল খবর নিয়ে http://www.only71.com একবার ঘুরে আসুন।
ভালো লাগবে আশা করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।