আমাদের কথা খুঁজে নিন

   

ভারতীয় সেনাপ্রধানকে একডজন পোয়াতি ব্ল্যাক বেঙ্গল গোট উপহার দেওয়া হোক।

চারপাশে আত্মমুগ্ধ আদিমতাবোধ, আর গ্রন্থিবদ্ধ চিন্তা; সেখান থেকে মুক্তির পথ খুঁজি... আজ ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিজয় কুমার সিং পাঁচ দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমী (বিএমএ)তে বাংলাদেশী ক্যডেটদের পাসিং আউট প্যরেডের প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করবেন। সেনা সূত্র আইএসপিআর থেকে জানানো হয়েছে, ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অবদান রেখেছেন, ফলে তিনি যদি নবীন অফিসারদের প্যারেড পরিদর্শন করেন তবে তাদের মধ্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে সহায়ক ভুমিকা পালন করবে। যদিও বলাবাহুল্য যে, বাংলাদেশে কোন বিদেশী অতিথির এটাই প্রথম পাসিং আউট প্যরেড পরিদর্শন। আইএসপি আর থেকে আরও জানানো হয়, গত ১৯৯৮ সালে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান মরহুম জেনারেল মুস্তাফিজুর রহমান বীর বিক্রমকে ভারত সরকার ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে পাসিং আউট প্যরেডে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে দুদেশের সৌহার্দ্য রক্ষায় ভারতীয় সেনাপ্রধান এদেশে আসছেন। যদিও এটুকুই আমাদের জনগণের জন্য খবর, ভেতরের খবর আমাদের জানতে নেই। তবুও আমাদের জানতে ইচ্ছে করে, আমাদের সাবেক সেনা প্রধান জেনারেল মঈন ইউ আহমেদকে যেমন ভারতীয় সেনারা মাদি ঘোড়া উপহার দিয়েছিল এবং উপহারের আগে উন্নত জাতের ঘোড়া দিয়ে পোয়াতি বানিয়ে দিয়েছিল। তেমনি জেনারেল বিজয় সিংকে আমাদের উন্নত জাতের মাদি ব্ল্যাক বেঙ্গল গোট পেয়াতি বানিয়ে উপহার দেয়া হবে কি না? আমরা বাংলাদেশিরা কি এতোই নিমক হারাম যে সৌজন্যতা করবো না!? আসুন সকলে মিলে বাংলাদেশ সরকারের প্রতি আবেদন জানাই যে, ভারতীয় সেনাপ্রধানকে একডজন পোয়াতি ব্ল্যাক বেঙ্গল গোট উপহার দেওয়া হোক।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.