জীবনের পথে চলা নবীন এক পথিক... কিছুদিন আগে আলোচনা করেছিলাম নীড ফর স্পীডঃ মোস্ট ওয়ান্টেড নিয়ে। আজ আলোচনা করবো এর পরবর্তী সিক্যুয়েল কার্বন নিয়ে। এটিও NFS Series এর অন্যতম ব্যবসা সফল এবং জনপ্রিয় গেম। এই গেমটি জয় করে নিয়েছে গেমারদের মন।
মোস্ট ওয়ান্টেডের যেখানে শেষ সেখান থেকেই কার্বনের কাহিনী শুরু।
মোস্ট ওয়ান্টেডের শেষে দেখা যায় যে রকপোর্ট সিটির সার্জেন্ট ক্রস এবং সব পুলিশ কার রেসারকে চেজ করতে থাকে এবং রেসারটি একটি ভাঙ্গা ব্রীজ দিয়ে জাম্প দিয়ে অন্য সিটিতে প্রবেশ করে। এই অন্য সিটিই হচ্ছে পেলমাউন্ট সিটি। কার্বন গেমটি খেলতে হয় এই সিটিতেই। এখানে স্ট্রীট রেসের সময় রেসারের BMW M3 GTR গাড়িটি এক্সিডেন্ট করে নষ্ট হয়ে যায়। ফলে নতুন গাড়ি কিনে সবকিছু নতুনভাবে শুরূ করতে হয়।
এ সময় নিকি নামের একটি মেয়ে বিভিন্নভাবে সাহায্য করে।
কার্বন সিটিটি চার ভাগে বিভক্ত। এই চার জায়গায় রাজত্ব করে চারজন স্ট্রীট রেসার। এই জায়গাগুলো আবার অনেক ছোট ছোট এরিয়ায় বিভক্ত। এই সব ছোট এরিয়ার রেসগুলো খেলে একটি এরিয়া আনলক করতে হবে।
এভাবে সব এরিয়া আনলক করতে পারলেই এরিয়ার বস আপনাকে চেলেঞ্জ জানাবে। বসকে হারাতে পারলেই এরিয়াটি নিজের হয়ে যাবে।
কার্বন গেমটিতে তিন ধরনের গাড়ি আছে। এগুলো হচ্ছে muscle, exotic এবং tuner। তিন এরিয়ার বস তিন ধরণের গাড়ি চালায়।
আর একজন হচ্ছে ডেরিয়াস যে পুরো পেলমাউন্ট সিটির বস। তিন জায়গার তিন বসকে হারানোর পর ডেরিয়াসের জায়গা আনলক করতে হয়। এরপর ডেরিয়াস্কে চেলেঞ্জে হারিয়ে পুরো পেলমেন্ট সিটির বস হওয়া যায়। এভাবে গেমটির কাহিনী শেষ হয়।
এই গেমটিতে কিছু বৈশিষ্ট্য রয়েছে যা একে মোস্ট ওয়ান্টেড থেকে আলাদা করেছে।
প্রথমেই বলতে হয় উইংম্যানের কথা। এই গেমের কিছু রেসে আপনি আপনার উইংম্যান হিসেবে কিছু লোককে রাখতে পারবেন। উইংম্যান রেস জিতলে রেসটি নিজেরি জেতা হয়ে যাবে। উইংম্যানকে বিভিন্নভাবে কন্ট্রোল করা যায়। উইংম্যান পথ দেখিয়ে নিয়ে যেতে পারে, অপর কোন রাইডকে ডিস্টার্ব করতে পারে।
অন্য রাইডারদের ব্লক করেও দিতে পারে। সর্বশেষ উইংম্যান হিসেবে পাওয়া যায় নিকিকে। এই গেমে রয়েছে ক্যানিয়ন রেসিং। কার্বন ক্যানিয়ন নামক এক উপত্যকার বিপদজনক প্রান্তে অপনেন্টদের সাথে রেস করতে হয়। আবার বসদের সাথে এই ক্যানিয়নেই করতে হয় ক্যানিয়ন ডুয়েল।
গেমটির আন্যতম আকর্ষন; অন্তত আমার কাছে মনে হয়েছে এর ড্রিফট রেসিং। যতো বেশি ড্রিফট করা যায় ততো বেশি পয়েন্ট পাওয়া যায়। পয়েন্ট অপনেন্টের চেয়ে বেশি হলে রেস জিতা যায়।
এবার আসা যাক গাড়ির কথায়। এখানেও তিন ধরনের গাড়ি আছেঃ মাসল, একজস্টিক এবং টিওনার।
এই তিন ধরনের গাড়ি নিয়েই খেলা যায়। আমার প্রথম গাড়ি ছিলো CHEVORLET CAMARROW। পরে নতুন নতুন গাড়ি আনলক করা যায়। গেমে মোস্ট ওয়ান্টেডের মতো অনেক ব্র্যান্ডের গাড়ি আছে।
গাড়ির পার্টস এই গেমে মোস্ট ওয়য়ান্টেড থেকে অনেক বেশি।
এই গেমে অনেক ভালো ভাবে গাড়ি কাস্টোমাইজ করা যায়। কার্বনে বিভিন্ন লেভেলের গাড়ি আছে। বিভিন্ন লেভেলের গাড়ির জন্য বিভিন্ন পার্টস আনলক করতে হয়।
এই গেমটির গ্রাফিক্স অনেক চমতকার,মিউজিক কুয়ালিটিও অনেক ভালো। সবচেয়ে বড় কথা, পুরো গেমটি খেলতে হবে রাতের বেলায়, যা গেমটিতে যুক্ত করেছে ভিন্ন মাত্রা।
নীদ ফর স্পীডের অন্যতম বিখ্যাত গেম এটি। যদি খেলা না হয়ে থাকে তবে খেলে দেখুন, আশা করি ভালো লাগবে।
ছবি কিভাবে অ্যাড করতে হয় বুঝতে পারছি না আমার এই ব্লগে ছবিসহ দেখতে পারেন পোস্টটি। এখানে ছবি দিতে না পারার জন্য আন্তরিকভাবে দু;খিত
আমার ব্লগ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।