প্রযুক্তি প্রেমিক আমরা অনেকেই অনলাইনে গেম খেলতে পছন্দ করি । আর অনলাইনে গেম খেলতে আপনাকে হয়তো কোন না কোন ওয়েব সাইটে যেতে হয় । এমন যদি হয় কোন ওয়েব সাইটে না গিয়েই খেলতে পারছেন অনেক মজার মজার গেম তাহলে কেমন হয় । হ্যা নিশ্চয় ভাল । আর এই সুবিধাটি নিয়ে এসেছে অনেক জনপ্রিয় ব্রাউজারে ব্যবহার উপযোগী একটি বাংলা টুলবার ।
এই টুলবারটিতে আপনি গেমস খেলার পাশাপাশি আরো পাবেন অনলাইন লাইভ চ্যাট করার সুবিধা , সহজ পদ্ধতি ব্যবহার করে ইমেইল করতে পারবেন যাতে আপনার কোন ইমেইল এড্রেস লাগবে না , এতে আপনি গুগল আর্থ এর মাধ্যমে পৃথিবীর যে কোন স্থান দেখতে পারবেন । এতে আপনার একাধিক ইমেইল এড্রেস এড করে রাখতে পারবেন যা পরে একটি ক্লিকেই ওপেন করতে পারবেন । আপনার ইন্টারনেটের স্পিড কত আ্ছে তা সহজেই দেখতে পারবেন স্পিড টেষ্ট এর মাধ্যমে । সব চেয়ে জনপ্রিয় এই টুলবারে আপনি পাবেন ৫০০ টির ও অধিক ওয়েব লিংক যা আপনার প্রতিদিনের কর্মব্যস্ত ব্রাউজিংকে করে দিবে আরো গতিময় । আর এই জনপ্রিয় টুলবারটি শুধুমাত্র ইন্টারনেট এক্সপ্লোরার , মজিলা ফায়ারফক্স , কমেটবার্ড , গুগল ক্রোম , সাফারী ব্রাউজার সমুহে এড করতে পারবেন ।
মজিলা ও কমেটবার্ড ব্যবহারকারী ব্রাউজার এডডনস হিসাবে যুক্ত করতে এখানে ক্লিক করে সরাসরি যুক্ত করুন । আর প্রিভিও দেখে যুক্ত করতে এখানে ক্লিক করুন ।
http://www.mbd24.ourtoolbar.com ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।