পৃথিবীতে আনুমানিক তিন কোটি ৮০ লাখ মানুষ বাণিজ্যিকভাবে জেলে ও মৎস্য খামারির পেশায় নিয়োজিত। এ ছাড়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ পেশায় রয়েছে ৫০ কোটিরও বেশি মানুষ। সাধারণত মাছ নদী-নালা ও মুক্ত জলাশয় থেকে ধরা হয়। হাতে ধরা বর্শা, জাল, ফাঁদ, ছিপ, বড়শি ইত্যাদি উপকরণের সাহায্যে এবং কৌশল প্রয়োগের মাধ্যমে মৎস্য শিকার করা হয়। যিনি মৎস্যশিকার করেন, তিনি মৎস্যশিকারি নামে পরিচিত।
খাদ্য সংগ্রহসহ আধুনিক কালে মৎস্য শিকার বিনোদনকল্পে অবসর সময় কাটানোর একটা উপায়। মাছ ধরা অনেকটা নেশার মতো। একবার মাছ ধরতে বসলে আর কোনো কিছুর খবরই থাকে না। কিন্তু এখনকার যান্ত্রিক জীবনে কারও এত সময় নেই মাছ ধরার পেছনে বিশাল সময় ব্যয় করার। তার পরও শখ বলে একটা কথা থেকে যায়।
আর শৌখিন মৎস্যশিকারিদের শখ মেটাতে ভিভেন্দি গেমস তৈরি করেছে কম্পিউটারে বসে মাছ ধরার গেমস বেস প্রো শপস ট্রপি।
মজার বিষয় হচ্ছে, যাঁরা আগে কখনো মাছ ধরেননি, তাঁদের জন্য গেমসটা খুবই রোমাঞ্চকর। কারণ, পুরো শিকারের কৃতিত্ব গেমারের একার। গেমসে সাত ধরনের মাছ ধরার টুর্নামেন্ট খেলা যাবে। আর এই খেলাগুলো অনুষ্ঠিত হবে বিশ্বের ১৩টি বিখ্যাত মনোরম হ্রদে।
এ ছাড়া রয়েছে মাছ ধরার ৯১টি প্রতিযোগিতার ব্যবস্থা। গেমসে যে শুধু মাছ ধরতে হবে তা নয়, এর সঙ্গে মাছ ধরার জন্য উপযুক্ত জায়গা বেছে নেওয়া, মাছকে আগে খাবার দিয়ে প্রলুব্ধ করা, নৌকা বাওয়া, নৌকা নিয়ে গিয়ে সবার আগে জায়গা দখল করা, মাছকে ঠিকমতো পানি থেকে খেলিয়ে ওঠানো ইত্যাদি। এ ধরনের অসংখ্য কাজ করতে হবে গেমারকে। আর এভাবে গেমার ঘরে বসে হয়ে উঠতে পারেন একজন দক্ষ মৎস্যশিকারি।
যা যা প্রয়োজন
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ৯৮, ২০০০, এমই, এক্সপি
প্রসেসর: ২৫৬ মেগাহার্টজ
ভিডিওকার্ড: ৪ মেগাবাইট
সিডি-রম ড্রাইভ: ১২ এক্স
র্যাম: ১২৮ মেগাবাইট
ডাইরেক্ট এক্স: ৮.১
হার্ডডিস্ক ড্রাইভ: ১৬.৫ মেগাবাইট খালি জায়গা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।