আমি একজন শিল্পী, গেমার এবং প্রোগ্রামার
ঈদে বাড়িতে চলে আসার কারণে GTA 4 নিয়ে কোন পোস্ট দিতে পারছিনা কেননা ল্যাপটপে তো আর সেটা চলবে না। তাই দুঃখিত। আমি আজকে কিছু ছোট গেম সম্পর্কে বলব।
কিছুদিন আগে আমি 3D Physics নিয়ে ঘাটতে গিয়ে চমৎকার কিছু জিনিস পেলাম আর তা হল 2D Physics Puzzle গেম। এর সাথে আমি নতুন একটা জিনিস নিয়ে খুবই ব্যাস্ত তা হল PSP SDK।
যদিও সেটার দামের কারণে আমি কিনতে পারবনা তবুও আশার আলো আছে। কেননা Lua script দিয়েও PSP তে প্রোগ্রাম করা যায়। এজন্য অবশ্য Lua Player PSP তে ইন্সটল করে নিতে হয়। তবুও যায় তো। আর বড় কথা আমার Lua Script বেশ জানা আছে।
আমি চাচ্ছিলাম যে PSP এর জন্য কোন Physics Engine আছে কিনা। আমি পেয়েছি তবে আমার নিজেই একটা ছোট 2D Physics Engine লেখার ভুত চেপেছে মাথায়। সেটা আবার এখন একটু দেরী হবে কেননা আমি অন্য কারণে একটু ব্যাস্ত। যাই হোক।
2D Physics Engine সার্চ করতে গিয়ে আমার পরিচয় হল Chipmunk Engine এর সাথে।
বেশ ভাল লাগল। এই ইন্জিনের স্যাম্পল দেখতে গিয়ে আমি একটা ডেমো গেম পেলাম যার নাম Zany Doogle । গেমটা অসাধারন কেননা আমি পিসিতে খেলে Nintendo DSi এর মজা পেলাম। শুধু একটা লাইট পেনের অভাব বোধ করলাম। লাইট পেন থাকলে অথবা টাচ স্ক্রিন থাকলে বেশ ভাল হত।
গেমটা ডাউনলোড করার সময় দেখলাম সেখানে লেখা আছে যে গেমটা Crayon Physics এর আদলে বানানো হয়েছে। তখন আমি চিন্তা করলাম এর অর্থ হচ্ছে নিশ্চই Crayon Physics নামে কোন বিখ্যাত গেম আছে যা আমি জানিনা। ব্যাস সার্চ দিয়ে সেটাও নামিয়ে ফেললাম ডেমো। এখন সেটা নিয়ে সামান্য বলিঃ
গেমটার বিবরণ দিতে যেয়ে অনেকে বলেছে যে গেমটিতে আপনি যা আঁকবেন তাই বাস্তব হয়ে যাবে। আসলে বাস্তব হয়ে যাবে বলতে তারা বলেছে ইন্টারএ্যাকটিভ হয়ে যাবে।
গেমটি দেখলে মনে হয় যে কোন বাচ্চার ড্রয়িং এর খাতা। মেনু থেকে শুরু করে সব জায়গায়ই ড্রয়িং এর ছড়াছড়ি। আপনাকে গেমে ড্রয়িং এর জন্য যে ক্রোম পেন্সিল দেবে সেটা একেবারে বাস্তবের মত দাগ দেয়। আপনি হয়ত অবাকই হয়ে যাবেন। গেমের লেভেল সিলেক্ট করার মেনুতে আপনি আপনার ইচ্ছামত যা খুশি একে রাখতে পারেন।
যা পরবর্তিতে গেমটা চালু করলেও থেকে যাবে। গেমে শুধু আঁকাই যায় না মোছাও যায়। পেন্সিলের রং পরিবর্তন করা যায়। যদিও সামান্য কয়েকটা রং -ই আপনাকে ব্যবহার করার জন্য দেয়া হবে। গেমে কাজ খুবই সাধারন একটা বলকে তার লক্ষ্য স্টার পর্যন্ত পৌছানো।
এই পৌছাতে গিয়ে আপনাকে নানান জিনিস আঁকতে হবে। তবে চিন্তিত হবেন না কেননা তেমন কঠিন কিছু আঁকতে হবে না। গেমটা খেলতে গিয়ে আপনারও আমার মত মনে হবে যে গেমটা ট্যাবলেট পিসিতে খেললে খুবই মজা পাওয়া যেত। তবুও মাউস দিয়ে খেলেও কম মজা না। গেমটাতে লেভেল এডিটর আছে যার সাহায্যে আপনি নিজের মন মত লেভেল বানাতে পারবেন।
এইখানে গেমটির ডেমো পাবেনঃ
http://www.crayonphysics.com
যেহেতু একটা গেমের কথা বললামই তাই আসুন না আরও এমন কিছু গেম সম্পর্কে জেনে নেওয়া যাকঃ
World of GOO : গেমটার নাম শুনে নিশ্চই একবার ঢোক গিলেছেন, থুক্কু ঘৃণায় থুথু ফেলে দিয়েছেন। আমার মনে হয় এমনটা না করলেও হবে কেননা আসলে তেমন কিছুই না যদিও গেমটাতে আপনাকে এক জাতীয় তরল আঠালো পদার্থ নিয়ে খেলতে হবে। সমস্যা নেই কেননা তরলটির রং কাল। তবে নামের কারণে হয়ত গেমের অনেক জায়গায় আপনার ঘৃণঘৃণ করতে পারে। তবে আমার মতে গেমটির কোয়ালিটি অনেক চমৎকার।
আশাকরি আপনারাও আমার সাথে একমত হবেন খেলার পর। গেমে আপনার কাজ হচ্ছে কিছু নির্দিষ্ট সংখ্যক Goo কণাকে তাদের গন্তব্যে পৌছাতে হবে। এজন্য তাদেরকে দিয়েই ব্রিজ বানাতে হবে। গেমে Goo কণাগুলোর আওয়াজ অত্যন্ত আকর্ষনীয় অথবা মজার। এই গেমটা Nintendo DSi এ আছে।
গেমটির ডেমোঃ
http://www.worldofgoo.com
Gish : এই গেমটাতে আপনাকে Gish নামক এক অদ্ভুত ধরণের থলথলে পদার্থকে নিয়ে খেলতে হবে। আপনার মাঝে মাঝে মনে হতে পারে যে আপনি Gish নামে যে ক্যারেক্টারকে নিয়ে খেলছেন সে আসলে World of GOO এর একটি Goo কণা। ক্যারেক্টারটি একেবেরে নরম হয়ে পাইপ দিয়ে নিচে নামতে পারে। বাউন্স খেয়ে লাফ দিতে পারে। আবার শক্ত হয়ে ধাক্কাও দিতে পারে।
আবার নিজের দেহকে কাটা কাটা বানিয়ে কোন দেয়ালে লেগে থাকতে পারে। আপনার কাজ সামনে এগিয়ে যাওয়া এবং শত্রুকে মারা। তবে সামনে এগিয়ে যেতে আপনাকে পাজল সলভ করতে হবে। যেমন আপনি কাটাতে খোচা লাগলে আপনার লাইফ কমবে। Gish পানিতে ভাসে।
এবং আপনি যাই করেন পদার্থটা থলথলেই থাকবে।
http://www.chroniclogic.com/gish.htm
Armadillo Run : গেমটাকে আমি আগে Ageia বলে ডাকতাম। কেননা গেমটায় ব্যবহৃত 3D Physics খুবই সুন্দর। এবং শুধুমাত্র Physics কে কাজে লাগিয়ে যে এত সুন্দর পাজল গেম বানানো যায় তা আগে চিন্তাও করিনি। গেমটাতে আপনাকে একটি হলুদ বলকে তার নির্দষ্ট জায়গায় নিয়ে যেতে হবে এবং নিয়ে যেতে আপনাকে দেয়া হবে বিভিন্ন জিনিস যেমন রাবার, ক্লথ, স্টিল, রকেট, দড়ি ইত্যাদি।
গেমে অনেক পাজল আছে যা একটু কঠিনই লাগবে হয়ত। তবে অনেকের কাছেই মজার লাগতে পারে। গেমটিতে আপনি লেভেল এডিটরের মাধ্যমে লেভেল বানাতেও পারবেন। গেমটিতে লেভেল প্রায় ৫০ এর উপর। নেটে অন্যের তৈরী করা অনেক লেভেল পাওয়া যায়।
http://www.armadillorun.com
Algodoo : গেমটা আগে বেটা ভার্সনে এর নাম ছিল Phun যা i-phone এও বর্তমানে আছে। এটাকে গেম না বলাই ভাল। অনেকটা Physics এডিটর বললে ভাল হয়। অনেক স্যাম্পল আছে তৈরী করা। আপনি নিজে নিজের মত তৈরী করতে পারেন।
এর চেয়ে বেশি কিছুই করতে পারবেননা। এটি একটি ইউনিভার্সিটির রিসার্চের প্রজেক্ট ছিল। যা বর্তমানে ব্যাবসা করছে। এটা ব্যবহার করে কোন কিছু তৈরী করা তেমন কোন কঠিন কাজ না। অনেকটা মাইক্রোসফট পেইন্টের মত সহজ।
http://www.algodoo.com
ragdollsoft.com : এই সাইটে তাদের তৈরী ৫টা গেম আছে। যেগুলো N-Ball, Ragdoll Masters, Rocky the Monkey, Super Steelball, Rubber Ninjas । সবগুলোই প্রায় Ragdoll ফিজিক্স ব্যবহার করে বানানো N-Ball ও Super Steelball ছাড়া। N-Ball টা i-phone এ বেশ জনপ্রিয়।
http://www.ragdollsoft.com
[বিঃদ্রঃ গেমগুলোর ডেমোর লিংক দেয়া হয়েছে।
ক্রাকড ভার্সনও নেটে পাওয়া যায়। খুজে নিন]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।