আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই। রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। বাংলাদেশ যখন পুড়ছে তখন,
শেখ হাসিনা- আগামী নির্বাচনে জয়লাভ করার সপ্নে বিভোর। বেঁচে থাকো শাহবাগ।
খালেদা জিয়া- হয়েছি নির্লজ্জ, তাহলে ঘোমটা কেন আর। রাজাকার বাঁচাও আন্দোলন করছেন।
এরশাদ - প্রধান বিরোধী দলের নেতা হিসেবে সংসদে যাওয়ার সপ্নে বিভোর।
জামায়েতের আমীর- এই বসন্তে, কত সর্ষে ফুল ফোটে। চোখে সর্ষে ফুল দেখছে।
আমরা সাধারন জনতা, লিঙ্কন সাহেবের বিখ্যাত উক্তি, " জনগণের জন্য, জনগণের ধারা, " মুখস্ত করছি। আমরা যাই করিনা কেন, আমরা আমজনতাই থাকবো। আমরা ঘর থেকে বের হলে নিরাপত্তাহীনতায় ভুগবো, জলন্ত ট্রেনে পুড়ে মরবো। আমরা সংখ্যালঘু, তাই দেশদ্রোহীরা আমাদের ঘরে আমাদের পুড়িয়ে মারবে।
আমরা আমজনতা হয়েই থাকবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।