যে নেশায় চুরচুর ভাঙি জগৎ সংসারযে নেশায় চুরচুর ভাঙি জগৎ সংসার সে নেশায় আবার গড়ি অপার আধার নেশা নেশা নেশা; বড় নেশা এ জীবনে ভাঙা ও গড়ার। কতবার ভাঙবি তুই, হে নেশাখোর ভ্রান্ত-পথিক আমি ততবার ততবারই গড়বো মিনার সঠিক তুই ভাঙবি আমি গড়বো; ভাঙা গড়া গড়া ভাঙা কোনটা ঠিক? ঘর ভাঙলে অট্টালিকা বানাবো, বাড়ী ভাঙলে স্বর্গোদ্যান কোনটা তোর চাই বল? কোনটা চাই; মসজিদ ভাঙবি; কাবা বানাবো নিয়ম ভাঙবি; সংবিধান বানাবো পথ ভাঙবি; প্রান্তরে বানাবো স্বর্গমুখি সোনালী সড়ক। কোনটা ভাঙবি বল? যে নেশায় চুর হবি; চৌচির হবি তার বদলে ফিরিয়ে দেবো সবি আছে কত বল, হে দুর্বল! অট্টালিকা ভাঙবি; বানাবো স্কাইস্ক্রেপার শতশত সংবিধান ভাঙবি; তাবৎ জীবন যাপন হবে ক্ষত য্তবার ভাঙবি, ততবার ঠিক ততবারই গড়ে দেবো সোনালী প্রান্তর স্বর্গের সিঁড়ি বেয়ে নেমে যাবে নরক মাড়িয়ে সমূহ তেপান্তর। যে নেশায় ভাঙবি সে নেশায় গড়বো একবার ভাঙবি বারবার গড়বো মিনার ভাঙবি স্ট্যাচু অব লিবার্টি বানাবো নৌকা ভাঙবি; টাইটানিক বানাবো সাহস থাকলে বল কোনটা ভাঙতে চাস নইলে দূর হ শয়তান! বাঁচতে য সে নেশায় আবার গড়ি অপার আধার নেশা নেশা নেশা; বড় নেশা এ জীবনে ভাঙা ও গড়ার। কতবার ভাঙবি তুই, হে নেশাখোর ভ্রান্ত-পথিক আমি ততবার ততবারই গড়বো মিনার সঠিক তুই ভাঙবি আমি গড়বো; ভাঙা গড়া গড়া ভাঙা কোনটা ঠিক? ঘর ভাঙলে অট্টালিকা বানাবো, বাড়ী ভাঙলে স্বর্গোদ্যান কোনটা তোর চাই বল? কোনটা চাই; মসজিদ ভাঙবি; কাবা বানাবো নিয়ম ভাঙবি; সংবিধান বানাবো পথ ভাঙবি; প্রান্তরে বানাবো স্বর্গমুখি সোনালী সড়ক। কোনটা ভাঙবি বল? যে নেশায় চুর হবি; চৌচির হবি তার বদলে ফিরিয়ে দেবো সবি আছে কত বল, হে দুর্বল! অট্টালিকা ভাঙবি; বানাবো স্কাইস্ক্রেপার শতশত সংবিধান ভাঙবি; তাবৎ জীবন যাপন হবে ক্ষত য্তবার ভাঙবি, ততবার ঠিক ততবারই গড়ে দেবো সোনালী প্রান্তর স্বর্গের সিঁড়ি বেয়ে নেমে যাবে নরক মাড়িয়ে সমূহ তেপান্তর। যে নেশায় ভাঙবি সে নেশায় গড়বো একবার ভাঙবি বারবার গড়বো মিনার ভাঙবি স্ট্যাচু অব লিবার্টি বানাবো নৌকা ভাঙবি; টাইটানিক বানাবো সাহস থাকলে বল কোনটা ভাঙতে চাস নইলে দূর হ শয়তান! বাঁচতে য
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।