আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাজিক চক

লেখাটি ফেইসবুকে আমার কিয়ের ভাড়া? আমরা স্টুডেন্ট,ভাড়া পরে লইস. পেইজে প্রথম নোট আকারে প্রকাশ করি। এই পেইজে প্রতিদিন শহুরে লোকাল বাস গুলোতে ঘটে যাওয়া মজার ঘটনা শেয়ার করি আমরা। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। মজা পাবেন আশা করি। " এই আসা যাওয়ার পথে যে যেই সিটে বসে আছেন তাদের সবাইকে জানাই আমার শুভকামনা।

মুসলমান ভাইদের সালাম, হিন্দু ভাইদের নমস্কার। বাসের জানালা দিয়ে কেউ বাইরে হাত রাখবেন না, অপরিচিত পাশের জনের থেকে কিছু খাবেন না, সবর্দা আল্লাহর নাম স্মরণ করবেন। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা যারা প্রতিদিন এই রুটে যাওয়া আসা করেন তারা নিশ্চই জানেন যে আমি আপনাদের মাঝে একটি চক বিক্রি করি। না ভাই, এটা সাধারন কোন চক নয়; ম্যাজিক চক। জি হ্যাঁ, এই চক ইঁদুর মারে, তেলাপোকা মারে, ছারপোকা মারে, পিঁপড়া গুলো মারে।

জাদুর কাঠি ম্যাজিক চক। দাগ দিলে পরে, ঘষা দিলে মরে, তেইলাচোরা মরে। চোরার ঘরে চোরা, তেইলাচোরা। জায়গায় খায়, জায়গায় ব্রেক। ইঁদুর গুলা ব্রেক।

বাজারের সব দোকানে পাবেন দাম নিবে ২০টাকা, ২০টাকা, ২০টাকা। কিন্তু আমরা লাভ করি কম সেল করি বেশী। তাই আমার কাছে পাচ্ছেন মাত্র ১০টাকা, ১০টাকা, ১০টাকা। জি ভাই, ইঁদুর গুলা লাইনে খায়, বেলাইনে মরে। কাইত হইয়া খায়, চিত হইয়া মরে।

লাফাইয়া খায়, দপাইয়া মরে। ইঁদুর গুলা মরে। ইঁদুর চিকা মারামারি, নষ্ট করে বাসাবাড়ি। ওষুধ কিনেন তাড়াতাড়ি। ময়নার মার ঘুম নাই।

ইঁদুর তোর বাঁচন নাই। ধরা পরলে জামিন নাই। " ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।