আমাদের কথা খুঁজে নিন

   

বিস্ময়কর ম্যাজিক বিন!

গাছ কি কখনো মনের কথা বলতে পারে? কিন্তু ম্যাজিক বিনখ্যাত বিস্ময়কর শিমগাছ পারে। চীন থেকে আমদানিকৃত এই ম্যাজিক বিন অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের তরুণ-তরুণীদের মধ্যে দারুণ সাড়া জাগিয়েছে। বিশেষত ভালোবাসার সম্পর্কে যারা জড়িয়েছেন তাদের ক্ষেত্রে। ভালোবাসার ক্ষেত্রে উপহার আদান-প্রদানের বিষয় থাকবেই। সবাই চেষ্টা করে প্রিয়জনকে চমৎকার একটি উপহার দেওয়ার।

এ রকমই একটি উপহার হতে পারে ম্যাজিক বিন বা ওয়ান্ডার মেসেজ ট্রি। গ্রিন আইডিয়া নামক একটি প্রতিষ্ঠান প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে এসেছে এই বার্তা বৃক্ষ।

আপনার পক্ষ হয়ে এই গাছই প্রিয়জনকে বলে দেবে ভালোবাসার কথা। অবিশ্বাস্য হলেও বিষয়টি কিন্তু মিথ্যা নয়। চীন থেকে আমদানি ও প্রক্রিয়াজাতকৃত এই গাছ প্রযুক্তির স্পর্শে বলে দেবে মনের কথা।

গাছটি সুদৃশ্যমান গিফট প্যাকেও পাওয়া যাচ্ছে। আপনি ইচ্ছা করলে বীজও কিনতে পারেন। বীজ বপন করা অবস্থায় এতে পরিমাণ মতো পানি দিতে হয়। পানি দেওয়ার ৫-৭ দিনের মধ্যে এটি হতে গাছ বের হতে শুরু করে। ১২-১৪ দিনের মধ্যে দুটি পাতা বের হবে।

আর সেখানেই দেখবেন বিস্ময়। দেখবেন ইংরেজি হরফে লেখা রয়েছে 'আই লাভ ইউ!' পানি দেওয়ার পর থেকে ১ মাস একে সূর্যালোকের নিচে রাখতে হবে। এই গাছটি ৬ মাস ওই জারে ৫ ফুট পর্যন্ত লম্বা হবে। এটি একটি ডালেই নির্দিষ্ট দূরত্বে পরপর দুটি করে পাতা বের হতে থাকবে।

বিস্ময়কর এই গাছটি ঘরের সৌন্দর্যবর্ধন কিংবা করপোরেট ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রেও সহায়ক হতে পারে।

'আই লাভ ইউ'-এর স্থলে ইচ্ছা মতো মেসেজ বা নাম দিয়েও ম্যাজিক বিন ইমপোর্ট করা যায়। আমদানিকারক প্রতিষ্ঠানটি তাদের ম্যাজিক পণ্য দেশব্যাপী ছড়িয়ে দিতে ডিলার খুঁজছে। পাশাপাশি পাইকারি/খুচরা বিক্রিও করছে। যোগাযোগ : গ্রিন আইডিয়া, বি/২০, ইস্টার্ন হাউজিং-২, শ্যামলী, কল্যাণপুর, ঢাকা। মোবাইল : ০১৬১৬১১৩৩৩৭।

এই বিস্ময় গাছ ব্যবহার করে আপনিও আপনার প্রিয়জনকে তাক লাগিয়ে দিতে পারেন। ফুটিয়ে তুলতে পারেন আপনার মনের গহিনে লুকিয়ে রাখা কথা! -রকমারি প্রতিবেদক

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।