আমাদের কথা খুঁজে নিন

   

প্রবেশ দ্বার (রুমির কবিতা)

বেচেঁ থাকার স্বাদ নিচ্ছি... (রুমির এই কবিতাটি খুব ভাণো লেগে গেলো । তাই ভালো লাগা বাড়াতে এই পোষ্ট । ) প্রবেশ দ্বার (রুমির কবিতা) প্রেমিক প্রেমিকার শ্পর্ষ কতো পরিচিত ও কোমল কিন্তু সে শ্পর্ষের প্রচন্ড শক্তি যে অবয়বের জন্ম দেয়, তার মাঝে লীন হয় অন্যান্য সকল আকার। মনে রেখো এই যে অভয়াশ্রম তার প্রবেশ দ্বার তোমার ভিতরেই । সূর্যলোকে ধুলির নৃত্য দেখে আমরা অনুরুপ উজ্জল হতে চাই । কি সুর ধুলিকণা শুনে নাচে কেউ তা জানেনা । নৃত্যের জন্য আমাদের প্রত্যেকের মাঝে আছে একজন গোপন সূর সঙ্গী। ছন্দের অদ্ভুত খেলা, পথের যে গতি আমারা তা একাই জানি ও শুনতে পাই । মাহমুদের মতো শামসও রাজাধিরাজ, কিন্তু আমার মতো মুক্তা বিচূর্নকারী দরবেশ আয়াজ আর কেউ নেই  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.