বুধবার সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশনে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে সভা শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কাজটি আরো কিভাবে সুচারুরূপে করা করা যায় সভায় জেলা প্রশাসকরা তা জানতে চান।
“আমরা বলেছি, বাজার তদারকির সময় মূল্য রশিদ বিবেচনায় নিতে হবে। পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী কতো দিয়ে কিনে কতো টাকায় বিক্রি করছে- এটা বিবেচনায় নিয়ে বাজার তদারকি করলেই কেউ অতিরিক্ত দাম রাখতে পারবে না। ”
এছাড়া স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য সুষমভাবে সব স্থানে সরবরাহ নিশ্চিত করতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পরামর্শ দেয়া হয়েছে।
লবণ চাষীরা ন্যায্যমূল্য পায় না জানিয়ে সভায় জেলা প্রশাসকরা এ বিষয়ে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছেন বলে জানান মন্ত্রী।
এছাড়া তারা ফরমালিন নিয়ন্ত্রণের সুপারিশ করেছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে ফরমালিন নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়া হয়েছে।
“ফরমালিন আমদানি করতে হলে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। একটি প্রতিষ্ঠান ফরমালিন আমদানির অনুমতি চাইলেও এখনো তাদের অনুমোদন দেয়া হয়নি। ”
এ কার্য অধিবেশনে শিল্পমন্ত্রী দিলিপ বড়ুয়া উপস্থিত ছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।