আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের দেশে কি এরকম হতে পারেনা............

ওয়াইফাই শহর হচ্ছে সিউল শহরের সব জায়গায় নাগরিক ও পর্যটকদের বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের নগর কর্তৃপক্ষ। এ লক্ষ্যে প্রায় চার কোটি ৪০ লাখ ডলারের নতুন একটি প্রকল্পের ঘোষণা দিয়েছে তারা। তারহীন ওয়াইফাই প্রযুক্তির মাধ্যমে এ সেবা দেওয়া হবে। কর্তৃপক্ষ গতকাল বুধবার এ কথা জানায়। সিউলে আধুনিক প্রযুক্তির স্মার্ট ফোন ও ট্যাবলেট কম্পিউটারের ব্যবহার ব্যাপক হারে বাড়ছে।

কিন্তু ঘরের বাইরে বা তারহীন প্রযুক্তির ইন্টারনেট ব্যবহারের সুযোগ সেই তুলনায় সীমিত। গতকাল এক বিবৃতিতে সিউল কর্তৃপক্ষ জানায়, সিউলের ৮৩ শতাংশ এলাকা এখনো ওয়াইফাই প্রযুক্তির বাইরে রয়েছে। শিগগরিই শহরের সব কোণে এ সুবিধা পেঁৗছে যাবে। নগর কর্তৃপক্ষ জানায়, পার্ক, রাস্তা ও জনসমাগম হয় এমন বিভিন্ন স্থান মিলিয়ে প্রায় ১০ হাজার ৪৩০টি জায়গায় ইন্টারনেট পাওয়া সম্ভব হবে। ২০১৫ সালের মধ্যে বাস্তবায়িত হবে প্রকল্পটি।

প্রকল্পটি বাস্তবায়নে স্থানীয় তিনটি ওয়্যারলেস অপারেটর প্রায় চার কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগ করবে। চলতি বছরের শেষ নাগাদ সিউলের সব বাসস্টপ, রেলস্টেশন ও ট্যাঙ্স্টি্যান্ডে তারহীন ইন্টারনেট সুবিধা চালু করা হবে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.