...
১
কৌতুক
বব গেছে হার্ডওয়ারের দোকানে। তার খুব ভালো একটা করাত লাগবে। শহরের পাশের বনের একটা অংশের গাছ কেটে সেখানে নিজের বাড়ি বানাবে। দোকানীকে বললো,
-ভাই, ভালো দেখে একটা করাত দেন ত যেন দিনে বিশটা গাছ কাটতে পারি।
দোকানী তাকে বাজারের সেরা ইলেকট্রিক করাত দিয়ে দিল।
সপ্তাহ খানেক পর বব এসেছে দোকানে। তার চেহারা রাগী রাগী।
-অই হারামজাদা! কি করাত দিলি, দিনে পাঁচটার বেশি গাছ কাটা যায় না।
দোকানী অবাক।
-স্যার! আপনাকে বাজারের সেরা জিনিস দিয়েছি।
এরচে ভালো করাত আর হয় না।
-এই ভালো করাত তোর ইয়ে দিয়ে ভরে দিব।
-স্যার! আপনি করাত আমাদের কাছে নিয়ে আসেন, আমরা একটু দেখি কি কারণে এইটা কাজ করে না। এমন ত হবার কথাই না।
বব করাত নিয়ে আসল।
দোকানী প্লাগ লাগিয়ে করাত চালু করা মাত্রই বব লাফ দিয়ে সরে আসলো।
-এই শব্দ কিসের?
২
আমার প্রায়ই মনে হয়, বাঙ্গালীর অবস্থা ববের মতই। আমরা ইলেকট্রিক করাত চালু না করেই কাজ করে যাই। আমাদের মানব সম্পদ কতই না উন্নত। অন্যদেশের লোকদের মত আমরা কাজ করতে গিয়ে মানসিক অবসাদে ভুগি না, নিম্ন বেতনে অধিক সময় কাজ করি।
কাজের আগেই নিজের লাভ ভাবি না, চাকরি যখন চলে যায় তখন আমরা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করি না। আমাদের যখন বস ঝাড়ি দেয়, তুমি কাজে দক্ষ না। তখন আমরা বলি না যে, ট্রেনিং দিয়ে কাজে দক্ষ করা প্রতিষ্ঠানের দায়িত্ব। আমি অদক্ষ কারণ আমার প্রতিষ্ঠান দক্ষ না।
আমরা মুখ বুঝে কাজ করেই যাই।
তবু আমাদের দেশের কোন উন্নতি হয় না।
৩
একদিন আমাদের ভিতর কেউ করাতে বিদ্যুতের কানেকশন দিবে। আমরা চিৎকার করে উঠব। আমি সেইদিনের স্বপ্ন দেখতে ভালোবাসি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।