নির্বাচনকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, ২৭ নভেম্বরের নির্ধারিত পরীক্ষাগুলো ২৯ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টায় হবে।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল অবরোধ প্রত্যাহারের আহ্বানে সাড়া না দেয়ায় মঙ্গলবার বিকালে সূচি বদলের সিদ্ধান্ত জানান মন্ত্রী।
সোমবার নির্বাচনের তফসিল ঘোষণার পর মঙ্গলবার ভোর থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার এই অবরোধ করছে ১৮ দলীয় জোট।
বুধবার প্রাথমিক সমাপনীতে প্রাথমিক বিজ্ঞান এবং ইবতেদায়ীতে আরবি বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।
নাহিদ সচিবালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের বলেন, “শিক্ষার্থীরা চরম বিড়ম্বনার মধ্যে দিন কাটাচ্ছে। প্রচণ্ড চাপের মধ্যেও তারা পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল।”
গত ২০ নভেম্বর থেকে এবারের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু হয়, যাতে প্রায় ৩০ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে।
এবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও জেএসসি-জেডিসির বেশ কয়েকটি পরীক্ষাও হরতালের কারণে পিছিয়ে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।