আমাদের কথা খুঁজে নিন

   

জেএসসি: বুধবারের পরীক্ষাও পেছাল

শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী জানান, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী- জেএসসির ১৩ নভেম্বরের পরীক্ষা হবে ২২ নভেম্বর শুক্রবার বেলা আড়াইটায়।  
আর জেডিসির ১৩ নভেম্বরের পরীক্ষা হবে ২৩ নভেম্বর শনিবার বেলা ২টায়।
১৩ নভেম্বর বুধবার জেএসসিতে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এবং জেডিসিতে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপি নেতৃত্বাধীন জোট ১০ থেকে ১২ নভেম্বর হরতালের পর বুধবারও হরতাল ডাকায় সূচি পুননির্ধারণের এই সিদ্ধান্ত হয় বলে সুবোধ চন্দ্র ঢালী জানান।
এর আগে রবি থেকে সোমবারের পরীক্ষার নতুন তারিখ শনিবার সংবাদ সম্মেলন করে জানিয়ে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।


হরতালের সমালোচনা করে তিনি বলেন, “আমরা বাধ্য হচ্ছি অন্যায়ভাবে, চরম চাপের মুখে পরীক্ষা পিছিয়ে দিতে। হরতালে ছেলে-মেয়েদের ধ্বংসের মুখে ফেলে দিতে পারি না। তাই পরীক্ষার সূচি পেছানো হলো। ”
হরতালের কারণে এর আগে ৪ ও ৬ নভেম্বরের জেএসসি-জেডিসির চারটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়।
পাবলিক পরীক্ষার মধ্যে হরতাল না দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিরোধীদলকে অনুরোধ জানালেও তা কাজে আসেনি।

ফলে শুরুতেই বাধার মুখে পড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের এই সমাপনী পরীক্ষা।
এ নিয়ে জেএসসি ও জেডিসিতে তিন দফায় ছয় দিনে মোট ১৭টি বিষয়ের পরীক্ষা পেছানো হলো ।
এবারের জেএসসি-জেডিসি পরীক্ষায় ১৯ লাখ দুই হাজার ৭৪৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
হরতালের কারণে গত এসএসসির ৩৭টি এবং এইচএসসির ৩২টি বিষয়ের পরীক্ষাসূচি পরিবর্তন করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.