আমাদের কথা খুঁজে নিন

   

পেপারের কোন নিউজগুলো পড়ি, কোনগুলোতে চোখ বুলাই এবং এড়িয়ে যাই

শুভেচ্ছা সবাইকে। এটা যে কোন ধরনের ব্লগে আমার প্রথম লেখা। লেখা দেখলেই আপনারা অবশ্য বুজে নিতেন। তাই বাঙালি সাধারন ভদ্রতা-সুলভ বলতেই হচ্ছে ''ভুলগুলো ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন দয়াকরে''। অবশ্য ক্ষমা করতে গিয়ে মুল্যবান পরামর্শ থেকে বঞিত করবেন না! যাইহোক এখন মুল-বিষয়ে আসা যাক।

বিষয়টা খুবই হালকা-ধরনের। এখানে আমরা সব ব্লগার ও পাঠকরা কমবেশি সবাই দৈনিক প্রত্রিকা পড়ি। কারোকারো হয়তো সকালে হকারের কাছ পেপার নেওয়ার জন্যে পরিবারের অপর সদস্যদের সাতে প্রতিযোগিতাও করতে হ্য়। এখন প্রশ্ন হচ্ছে আমরা পেপারের কোন সংবাদগুলো পড়ার জন্য পেপার কিনি বা কুক্ষিগত করি। আমি এখন আমারটা এখানে শেয়ার করবো।

প্রথমে প্রথম পেজ দিয়েই শুরু করা যাক। বাংলাদেশের পেপার গুলো শিরোনাম গুলো সারাবছরই রাজনীতি নিয়ে থাকে। বিরোধী দল হেন করবে, সরকার দল তেন করবে মানিনা-মানবো না এগুলোই তো। তাই আমারক্ষেত্রে এগুলো শুরুতেই বাতিল। নিউজ-গুলো জীবনে আপনি একবার পড়লেই সারাজীবন মেমরি কপি-পেষ্ট করে চালিয়ে দিতে পারবেন।

লিড শিরোনাম বাদে বাকি সংবাদ গুলোতে চোখ বুলাই, আইনের ছাত্র হওয়ায় আইনি সব সংবাদ পড়ি অনেকটা একাডেমিক ইন্টারেষ্ট বলতে পারেন। বাকি নিউজগুলোতো পুরানা কাসুন্দি নতুন বোতলে। তবে মাঝেমাঝে আলাদা ধরনের কিছু হলে চুখ বুলাই, ভাল লাগলে পুরোটা পড়ি আর না লাগলে অপর পৃষ্টা কে উল্টা্য়! অপর সব পৃষ্টার বাংলাদেশ নিয়ে সব নিউজ-গুলা এভাবেই পড়া হয়। তবে অতি-সাধারন নিউজ তো সবসময়ই ব্যতিক্রম যদিও এ রকম নিউজ এর খুবই অভাব। আন্তর্জাতিক পেজ রুটিন করে চুখ বুলাই মুলত সাধারন জ্ঞান অর্জনের জন্যে...চাকরি-বাকরির ইন্টারভিউ কাজে লাগে।

তাছাড়া নিজেকে একটু জাহির করাও যা্য় আরকি! পড়াশোনা, অর্থনীতি, শেয়ার-বাজার এইসব নিয়ে কে মাথা ঘামায়। সম্পাদকীয় পেজ অবশ্য পড়ি...গভীর বিষয়ে বিশেষজ্ঞ দের মতগুলো একটু জেনে নেই। তাও আবার চুরি করে পড়ি, এক-লাইন পড়লে আরেক লাইন পড়ি না। তবে ব্যাজ্ঞ-রসাত্নক মুলক লেখা ভালভাবে পড়ি। মোটামুটি সব পেজগুলো কভার করলাম...একটা বাদে।

যে-কোন পেপারের সবচেয়ে ইতিবাচক অংশ, খেলার পাতা! পেপার নিয়েই প্রথম কাজ হলো খেলার পাতা উল্টানো। ক্রিকেট, ফুটবল, টেনিস, গলফ সবধরনেরই সংবাদ পড়ি খুটিয়ে খুটিয়ে। এই পেজ এ আসলেই শান্তি। বেশিরভাগ সংবাদগুলোই ইতিবাচক এবং উদ্দ্বিপক। যদিও আজকাল বাংলাদেশ ক্রিকেট টিম এর পারফরমেন্স এই পেজটাকেও কলুষিত করে ফেলছে।

অবশ্য তা হলে পেপার কেনার টাকা বেচে যাবে হয়তো। এই হলো আমার পেপার পড়ার ধরন। প্রতিধিন রুটিন করে আধঘন্টা আমি এই রকম করে কাটাই। আপনারও পারলে শেয়ার করবেন। ধন্যবাদ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.