আমাদের কথা খুঁজে নিন

   

কাগজের ফোন (ভাই পেপারের কেজি কতো?)



আধুনিক জীবনের অপরিহার্য অনুষঙ্গ হয়ে উঠেছে মোবাইল ফোনসেট। বাজারে পাল্লা দিয়ে চলছে নিত্যনতুন ডিজাইনের মোবাইল ফোনসেট ছাড়ার হিড়িক। কোন কম্পানি কত আগে, কত কম দামে বেশি সুবিধাসম্পন্ন, কত হালকা মোবাইল ফোনসেট বাজারে ছাড়তে পারে; তা নিয়ে এক মহাযুদ্ধ। ক্রেতারাও ঝুঁকছে নতুন নতুন বাহারি পণ্যের দিকে। কিন্তু তাও যেন মনঃপূত হচ্ছিল না।

তাই সবাইকে চমকে দেওয়ার মতো মোবাইল ফোনসেট তৈরি করল কানাডার একদল বিজ্ঞানী। তাদের উদ্ভাবিত এ মোবাইল ফোনসেট এতটাই পাতলা যে এর নাম দেওয়া হয়েছে কাগজ-ফোন (পেপার-ফোন)। ক্রেডিট কার্ডের মতো মানিব্যাগেও বহন করা যাবে এ ফোনসেট। কল করা থেকে শুরু করে গান শোনা, বই পড়া ইত্যাদি যা যা একটি স্মার্টফোনে সম্ভব তার সবকিছুই করা যাবে এ কাগজ-ফোনে। এটি অনেকটা কম্পিউটারের মতোও কাজ করবে।

সবচেয়ে আকর্ষণীয় দিকটি হচ্ছে_এ ফোনসেট দিয়ে কথা না বললে এর কোনো চার্জই খরচ হবে না। কাগজ-ফোনসেটের উদ্ভাবক কুইন্স ইউনিভার্সিটির হিউম্যান মিডিয়া ল্যাবের পরিচালক রোয়েল ভার্টিগাল বলেন, 'এটাই ভবিষ্যৎ। আগামী পাঁচ বছরে সবকিছুই দেখতে অনেকটা এ রকম হয়ে যাবে। এ ফোন দেখতে এক টুকরো কাগজের মতো এবং সে রকমভাবেই এটি ব্যবহার করা যাবে। অর্থ্যাৎ লোকজন যখন এ ফোনে কিছু পড়বে তাদের মনেই হবে না হাতে কাঁচ বা ধাতবের কোনো টুকরো ধরা আছে।

আপনি এটিকে ভাঁজ করে নিয়েও কথা বলতে পারবেন, আঙুলের সাহায্যে বইয়ের পাতা উল্টানোর মতো ব্যবহার করতে পারবেন, আবার কলম দিয়ে এতে লিখতেও পারবেন। ' গবেষকরা জানান, এ ফোনসেটের ডিসপ্লে তৈরি করা হয়েছে পাতলা ফিল্ম দিয়ে, যার আকার ৯ দশমিক ৫ সেন্টিমিটার। এ কারণে এটি বাজারে থাকা অন্য যেকোনো স্মার্টফোনের চেয়েও সহজে বহনযোগ্য। কাগজ-ফোন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।