বৃস্টি আর আমায় স্পর্শ করে না, ছড়ায় না আমায় কোন স্নিদ্ধতা, ভেজা রাস্তায় আর হাটতে দেয় না, শ্রাবনের গানও গাইতে দেয় না, অদ্ভুত বৃস্টি, আজ আর আমায় স্পর্শ করে না। আজ বৃস্টি মানে থমকে জীবন, কাক ভেজা পুরো শহর, আজ বৃস্টি মানে হারিয়ে যাওয়া, কোন একটি প্রহর। আজ বৃস্টি মানে সময় গুলো, অর্থহীন হয়ে যাওয়া, জল ছোড়া সেই কালো আকাশের, রঙ্গীনের রুপ নেওয়া। আজ বৃস্টি মানে হারিয়ে তোমায়, অনুভূতিহীন হওয়া, আজ বৃস্টি মানে আবারো তোমায় ফিরে ফিরে চাওয়া। কি অদ্ভুত বৃস্টি, আজ আর আমায় স্পর্শ করে না। First Publish Rehman Rahat
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।