আমাদের কথা খুঁজে নিন

   

..Azam Khan Ebong..

‎"..অসাধারণ একটি নাটক মঞ্চস্থ হয়ে গেলো কেন্দ্রীয় শহীদ মিনারে, অজস্র নামি-দামী অভিনেতা অভিনেত্রীরা আরও একবার তাদের নামের,মর্যাদার, প্রতিভার মান অক্ষুণ্ণ রাখলেন.. আরও একবার প্রমানিত হল বাঙালি জন্মসূত্রে জাত অভিনয়শিল্পী! বাংলা Pop গানের জনক আজম খানের মরদেহ শহীদ মিনারে নেওয়ার পর অসংখ্য মানুষ প্রকাশ করলো বুকফাটা আহাজারি। চোখ ভরলো জলে। গলা ভাঙলো আর্তনাদে, বার বার ভেঙ্গে পড়লো কান্নায় যার প্রায় পুরোটাই নিপুণ ভণ্ডামি। নিখাদ অভিনয় এবং নিটোল প্রদর্শন.. আজকে যারা ক্যামেরার সামনে আজম খানের মৃত্যুতে ‘গুরু’ ‘গুরু’ বলে কাঁদছে তাদের মধ্যে প্রকৃত অর্থে দু’একজন চাইলেও আজ আজম খান বেচেঁ থাকতেন.. মাত্র ২০ লাখ টাকার জন্য তিনি দেশে ফিরে এসেছিলেন তার treatment বন্ধ করে.. অথচ আমাদের দেশে এমন অনেক শিল্পী আছেন যারা গান গাইতে শুরু করলে মনে হয় তাদের husband/wife রা তাদের প্রচণ্ড পেটাচ্ছে, সেসব শিল্পীদের এক একটি গান দৃশ্যায়িত হয় ১৫-১৬টি দেশে! এমন অনেক শিল্পী আছে যাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের আয় কোটি কোটি টাকা.. তারা কি চাইলে মাত্র ২০ লাখ টাকা দিয়ে আজম খানকে সারিয়ে তুলতে পারতেন-না? ব্যক্তিগতভাবে আমি আজম খানের খুব একটা ভক্ত নই কিন্তু তার পরিণতি আরও একবার মনে করিয়ে দেয় আমাদের দেশের সেইসব অভিনেতা অভিনেত্রীদের কথা যারা বেশ ভালো ভাবে জানেন- আবেগ দেখাতে পয়সা লাগেনা.. কিন্তু মজার বিষয় হবে কয়েকদিন পরে- জীবিত অবস্থায় যারা তাদের প্রাপ্য পেলেননা; এইসকল গূণীদের নিয়ে তাদের মৃত্যুর পর শুরু হবে মহাসমারোহ.. বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হবে তাদের জন্মোৎসব, মৃত্যুদিবস এবং সেসকল অনুষ্ঠান থেকে আবারো নষ্ট কলের মতো ধারা বইয়ে দিয়ে আরও আরও অর্থ উপার্জন করে নিবে এই অসাধারন অভিনেতা অভিনেত্রীরা-ই! জীবিত অবস্থায় গুনের কোন কদর এবং পরিচর্যা পৃথিবীর অন্য যেকোনো জায়গায় থাকলেও আমাদের এই সুজলা,সুফলা, শস্য-শ্যামলা বাংলাদেশে নেই.. চোখে ঠুলি পড়ানো ঘোড়ার মতো এখানে সবাই শুধুই সামনে ছোটার জন্য ব্যস্ত.. এখানে কাউকে শুধু তখনি মনে পড়বে যখন সব থাকবে শুধু সে থাকবে না এবং সবচেয়ে দুঃখের বিষয়, এই অনুভুতিটাও আমরা বিক্রি করে দেওয়ার জন্য প্রস্তুত.. আমাদের দেশে অজস্র চোর, বাটপার, ছোটলোক, মূর্খ আছে যাদের হাতে রয়েছে বিপুল পরিমাণ টাকা এবং ক্ষমতা; যতদিন পর্যন্ত এরা গুণ এবং গুণীদের নির্ধারক হিসেবে থাকবেন ততোদিন পর্যন্ত আমাদের দেশের গুণীদের বেঁচে থাকার রাস্তা এবং প্রাপ্য সম্মান অর্জনের রাস্তা একটাই, আর তা হচ্ছে- মারা যাওয়া!..’

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।