আমাদের কথা খুঁজে নিন

   

ধূমপান প্রচারণায় চলচিত্র ও মিডিয়ার ভূমিকা।

A "TRUTH" can walk naked but a "LIE" needs to be dressed . আজকাল একটা ব্যাপার খুব চোখে পড়ছে। এটা বেশী ঘটছে বলিউড এ। যে কোন ছবি বিশেষ করে এক্সেল ইন্টারটেইনমেন্ট এর মুভিগুলোতে প্রথমে দেখায় "ধূমপান মৃত্যু ঘটায়"। ব্যাপারটা খুবই ভালো। কিন্তু এরপরই দেখায় "ফিল্ম এর চরিত্রায়নের প্রয়োজনে এই ফিল্ম এ বিভিন্ন ব্যক্তিকে ধূমপানরত অবস্থায় দেখা যাবে।

এর অর্থ কোনভাবেই এই নয় যে আমরা কোনভাবেই ধূমপানকে সমর্থন বা প্রচার করছি। " এইটার মানে কি? প্রচার করার দরকার পরে? আজই সালমান খান বা আমির খান কোন মুভিতে সিগারেট এ একটা টান দিলে পরদিন হাজার হাজার পোলাপাইন বিড়ি নিয়া ওই টান নকল করার জন্য লাইগা পরবে। এইসব হিরোদের আজকের জেনারেশন এর ছেলেমেয়েরা যে কতবড় আইডল মানে সেটা কারো অজানা থাকার কথা নয়। ব্যাপারটা অনেকটা এইরকম হয়ে গেলো যে চুরিবিদ্যা শেখানোর কোন একটা কোচিং সেন্টার এ চুরি শেখানোর আগে খুব করে বলে দেয়া হল যে চুরি করা কিন্তু খুব অন্যায়, অনেক বড় পাপ। ব্যাপারটা হাস্যকর।

সুধুমাত্র তাই নয়, মেয়েদের সিগারেট খাওয়াটাও আজ কাল বলিউড খুব বেশী করে promote করছে। "মেরে ব্রাদার কি দুলহান" মুভির মধ্যে আমরা দেখেছি ক্যাটরিনাকে একজন ধূমপায়ী রকস্টার হিসেবে দেখান হয়েছে। এমনকি মুভিটির প্রধান আইটেম song এও ছিল ক্যাটরিনার সিগারেট খাওয়ার দৃশ্য। এমনকি এখন আমাদের দেশেও বেশ কিছু নাটকে ডিসট্যান্ট শট এ দেখানো হচ্ছে সিগারেট খাওয়ার দৃশ্য। ব্যাপারটি আমাদের সমাজের উপর খুব ভয়ানক প্রভাব ফেলছে।

বার বার সিগারেট এর মূল্য বৃদ্ধি করা সত্তেও কমান যাচ্ছে না সিকারেট এর চাহিদা। এমনকি তা দিন দিন বাড়ছে। ব্যাপারটার আশু কোন প্রতিকার করা না হলে এটা মোটেও আমাদের জন্য সুখকর কোন বিষয় হবে না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.